Ajker Patrika

মাস্ক নিয়ে ডিএনসিসির ক্যাম্পেইন শুরু ২২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাস্ক নিয়ে ডিএনসিসির ক্যাম্পেইন শুরু ২২ জানুয়ারি

করোনাভাইরাস প্রতিরোধে দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ এই স্লোগানে শনিবার ২২ জানুয়ারি থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আজ বৃহস্পতিবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত ক্যাম্পেইন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই তথ্য জানান। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের ১০ দিনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।’ 

ডিএনসিসির মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতামূলক বার্তা মাইকিং করে প্রতিটি ওয়ার্ডে প্রচারের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজে আগত মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ এবং জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনাসমূহ মসজিদের মাইকের মাধ্যমে প্রচারের কথা উল্লেখ করেন। 

ডিএনসিসি তথ্য সূত্র বলছে, স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ২১ লাখ ১৬ হাজার ৪০০ মাস্ক, ১ লাখ ৩৩ হাজার ৭৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২০০০ বোতল (২৫০ মিলি) লিকুইড হ্যান্ডওয়াশ, ২ লাখ ৪০ হাজার সাবান বিতরণ করা হয়েছে। এ ছাড়া বস্তি এলাকায় প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আরও ২ লাখ ৫০ হাজার সাবান বিতরণ করা হয়েছে। 

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত