Ajker Patrika

ডিবির বিরুদ্ধে দোকানমালিককে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫: ৩৪
ডিবির বিরুদ্ধে দোকানমালিককে তুলে নেওয়ার অভিযোগ 

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।

 
মিন্টুর বোনজামাই আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাঁকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। তাঁর ম্যানেজার স্বপনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজন কর্মচারী হাসপাতাল ভর্তি। তাঁর দোকান পুরোটা ধসে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম তাঁকে তুলে নিয়েছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছেন তিনি। বেসমেন্টে তাঁর দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে ডিবি মিন্টো রোডের কার্যালয় নিয়ে যায় বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘কাউকে আটকের বিষয়ে আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত