সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছে।
ঢাকাগামী যাত্রী আলিফ উদ্দিন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি একচুলও নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা হয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশা করি শিগগিরই স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ‘টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে বড় গর্ত হয়ে গেছে। তাই গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।’
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছে।
ঢাকাগামী যাত্রী আলিফ উদ্দিন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি একচুলও নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা হয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশা করি শিগগিরই স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ‘টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে বড় গর্ত হয়ে গেছে। তাই গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।’
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
২৩ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
৩০ মিনিট আগে