Ajker Patrika

জাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি
জাবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে প্রকাশ্যে লাঞ্ছিত করায় প্রতিবাদ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ছাত্ররা দাবি করেন, ‘ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। দুষ্কৃতকারীরা আমাদের শিক্ষকের কাছ হতে মোটা অঙ্কের অর্থও দাবি করে। স্যারের, বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। পাশাপাশি যারা একজন শিক্ষকের গায়ে হাত তুলেছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপকের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয়।

২০১৪–১৫ ব্যাচের (৪৪ ব্যাচ) শিক্ষার্থী তানভীর আহমেদ পিয়াস বলেন, ‘আমাদের শিক্ষককে যেভাবে অপমান করা হয়েছে তা শুধু একজন শিক্ষককে অপমান নয়, পুরো জাতির শিক্ষকদের অপমান করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখলেই বোঝা যাবে এটা পূর্ব পরিকল্পিত। তারা স্যারের কাছে থেকে টাকাও দাবি করেছে এবং কার্ড (এটিএম) নিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব।’

অপর শিক্ষার্থী সুমায়াইয়া শারমিন সূচনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি সত্য হলে তার বিচার হোক। কিন্তু প্রমাণ হওয়ার আগেই এভাবে দিনে দুপুরে একজন শিক্ষার্থী, শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। তা ছাড়া অভিযোগ অনুযায়ী ওই শিক্ষার্থী অনেক সময় পেয়েছিল তাঁর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর। নিয়মতান্ত্রিক উপায়ে তার বিচার হতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সোহেল বলেন, ‘কোন কিছু যাচাই-বাছাই না করে একজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো, তাঁকে যেভাবে শারীরিক হেনস্তা করা হলো এটা খুবই খারাপ বিষয়। স্যার যদি কোন ভুল করে থাকেন বা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে তিনি শাস্তি পাবেন। আমাদের দাবি স্যারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সুষ্ঠু তদন্ত হোক। অন্যদিকে যারা এ রকম একটি অপকর্ম চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ 

এদিকে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তিনি এ রকম কোন কাজ করেননি। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী রাজধানীর একটি রেস্টুরেন্টের সামনে তাঁর গায়ে হাত তোলেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত