Ajker Patrika

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বাসায় ডেকে নিয়ে নির্যাতন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৫: ৩৪
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, বাসায় ডেকে নিয়ে নির্যাতন

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র‍্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র‍্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত