নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্লীলতাহানি ও মারধরের মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ তিনি সাক্ষ্য দেন।
দুপুর ১২টায় পরীমনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন। ২টার সময় পরীমনি বিচারকের খাস কামরায় গিয়ে সাক্ষ্য দেন। এ সময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন।
পরে জবানবন্দি দেওয়া শেষ হলে বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ২২ জানুয়ারি আসামি পক্ষে পরীমনিকে জেরা করার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০২২ সালের নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরিমনি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে বলেন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
এর আগে ২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
পরে তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
শ্লীলতাহানি ও মারধরের মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ তিনি সাক্ষ্য দেন।
দুপুর ১২টায় পরীমনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন। ২টার সময় পরীমনি বিচারকের খাস কামরায় গিয়ে সাক্ষ্য দেন। এ সময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন।
পরে জবানবন্দি দেওয়া শেষ হলে বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ২২ জানুয়ারি আসামি পক্ষে পরীমনিকে জেরা করার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০২২ সালের নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরিমনি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে বলেন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
এর আগে ২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
পরে তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১৭ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে