নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্লীলতাহানি ও মারধরের মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ তিনি সাক্ষ্য দেন।
দুপুর ১২টায় পরীমনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন। ২টার সময় পরীমনি বিচারকের খাস কামরায় গিয়ে সাক্ষ্য দেন। এ সময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন।
পরে জবানবন্দি দেওয়া শেষ হলে বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ২২ জানুয়ারি আসামি পক্ষে পরীমনিকে জেরা করার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০২২ সালের নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরিমনি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে বলেন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
এর আগে ২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
পরে তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
শ্লীলতাহানি ও মারধরের মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ তিনি সাক্ষ্য দেন।
দুপুর ১২টায় পরীমনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন। ২টার সময় পরীমনি বিচারকের খাস কামরায় গিয়ে সাক্ষ্য দেন। এ সময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসামি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর দুজন সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন।
পরে জবানবন্দি দেওয়া শেষ হলে বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ২২ জানুয়ারি আসামি পক্ষে পরীমনিকে জেরা করার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০২২ সালের নভেম্বর ও গত বছর ২৪ জুলাই পরীমনি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরিমনি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে বলেন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
এর আগে ২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।
পরে তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হলে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে