আশরাফ-উল-আলম, ঢাকা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার পাশে একটি সাইনবোর্ডে লেখা ‘সংরক্ষিত এলাকা’। ওই সাইনবোর্ডের সামনে দাঁড়ানো বৃদ্ধ আনেছা বেগম। এসেছেন রাজধানীর খিলগাঁও থেকে।
কেন এসেছেন, জিজ্ঞেস করতেই ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ছেলেকে দেখার জন্য। তিনি জানান, ছেলের নাম বাবু ইমরান। খিলগাঁওয়ের একটি নাশকতার মামলায় তাঁকে গতকাল রোববার আটক করে পুলিশ। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আনেছা বেগম বলেন, ‘শুনছি, রাজনৈতিক কেসে আমার পোলারে চালান দিছে। আমরা কি রাজনীতি করি? আমার পোলা অটো (অটোরিকশা) চালায়। সে কোনো ভাঙচুর করে নাই। কাল চায়ের দোকানে বসা ছিল। তারে ধইরা নিয়া গেছে।’
আনেছা বেগমের হাতে এক লিটারের একটি পানির বোতল। শুধু পানি খেয়ে দিন পার করছেন বলে জানান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কাল থেইকা খাওন দাওন নাই। আজ (সোমবার) সকাল ১০টায় কোটে (কোর্টে) আইসা দাঁড়াইয়া আছি পোলারে একনজর দেখার জন্য। কিন্তু দেহা অয় নাই। উকিলে কইছে দেহা অবে না। জামিনও অবে না।’
আনেছা বেগম জানান, তিনি অন্যের বাসায় কাজ করেন। ছেলে অটোরিকশা চালান। তাঁর সংসারে আরও সদস্য রয়েছে। দুজনের কষ্টের রোজগারে সংসার চলে। এখন কী হবে! সংসার কীভাবে চলবে! কত দিন পর ছেলে মুক্তি পাবে, তা নিয়ে উদ্বিগ্ন এই বৃদ্ধা। তিনি জানান, তাঁর বয়স ৭০ বছর। আক্ষেপ করে বলেন, ‘এই বয়সে আদালতে ঘুরতে হবে। এটাই কপালে ছিল!’
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার পাশে একটি সাইনবোর্ডে লেখা ‘সংরক্ষিত এলাকা’। ওই সাইনবোর্ডের সামনে দাঁড়ানো বৃদ্ধ আনেছা বেগম। এসেছেন রাজধানীর খিলগাঁও থেকে।
কেন এসেছেন, জিজ্ঞেস করতেই ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ছেলেকে দেখার জন্য। তিনি জানান, ছেলের নাম বাবু ইমরান। খিলগাঁওয়ের একটি নাশকতার মামলায় তাঁকে গতকাল রোববার আটক করে পুলিশ। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আনেছা বেগম বলেন, ‘শুনছি, রাজনৈতিক কেসে আমার পোলারে চালান দিছে। আমরা কি রাজনীতি করি? আমার পোলা অটো (অটোরিকশা) চালায়। সে কোনো ভাঙচুর করে নাই। কাল চায়ের দোকানে বসা ছিল। তারে ধইরা নিয়া গেছে।’
আনেছা বেগমের হাতে এক লিটারের একটি পানির বোতল। শুধু পানি খেয়ে দিন পার করছেন বলে জানান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কাল থেইকা খাওন দাওন নাই। আজ (সোমবার) সকাল ১০টায় কোটে (কোর্টে) আইসা দাঁড়াইয়া আছি পোলারে একনজর দেখার জন্য। কিন্তু দেহা অয় নাই। উকিলে কইছে দেহা অবে না। জামিনও অবে না।’
আনেছা বেগম জানান, তিনি অন্যের বাসায় কাজ করেন। ছেলে অটোরিকশা চালান। তাঁর সংসারে আরও সদস্য রয়েছে। দুজনের কষ্টের রোজগারে সংসার চলে। এখন কী হবে! সংসার কীভাবে চলবে! কত দিন পর ছেলে মুক্তি পাবে, তা নিয়ে উদ্বিগ্ন এই বৃদ্ধা। তিনি জানান, তাঁর বয়স ৭০ বছর। আক্ষেপ করে বলেন, ‘এই বয়সে আদালতে ঘুরতে হবে। এটাই কপালে ছিল!’
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৫ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৮ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৪ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে