অনলাইন ডেস্ক
রাজধানীর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তবে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ পর্যন্ত সংঘাত থামেনি। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাবের আজকের পত্রিকাকে বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আগ বাড়িয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা তাই সতর্ক অবস্থানে আছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না।’
এর আগে রাত ১১টা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
রাজধানীর নীলক্ষেত এলাকায় মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষে কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তবে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১০ পর্যন্ত সংঘাত থামেনি। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, তারা যেন শান্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে, আগামীকাল কোনো ক্লাস–পরীক্ষা হবে না।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এদিকে তিনটি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। রাত সাড়ে ১২টার সময় এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী সাবের আজকের পত্রিকাকে বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আগ বাড়িয়ে ঝামেলা করার চেষ্টা করছে, আমরা তাই সতর্ক অবস্থানে আছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না।’
এর আগে রাত ১১টা থেকেই ৭ কলেজের শিক্ষার্থীরা উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলে। সোয়া ১২টার দিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দেয়। সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
২ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৫ মিনিট আগেবিএনপিকে ক্ষমতায় দেখার অপেক্ষায় প্রায় এক যুগ ভাত না খেয়ে থাকা ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) পাঠানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর খোঁজ নিতে
১০ মিনিট আগেময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে (পার্ক) অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চও রয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের ভেতর অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
১৭ মিনিট আগে