Ajker Patrika

ব্যালট ছিনতাই, জোরপূর্বক সিল সবই হয়েছে সাভারের ভোটে

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সাভার (ঢাকা) 
ব্যালট ছিনতাই, জোরপূর্বক সিল সবই হয়েছে সাভারের ভোটে

ব্যালট ছিনতাই, কেন্দ্রে ঢুকে জোরপূর্বক সিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে আজ বুধবার ঢাকার সাভারে পঞ্চম ধাপের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
 
এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সমর্থকদের মারধর ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন সাভার সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল ও ইয়ারপুর ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী আল কামরান। 
 
ভোট গ্রহণ শুরু হওয়ার আধা ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে কতিপয় ব্যক্তি আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া কলেজ কেন্দ্র-২ এর দুই নম্বর ভোট কক্ষে ঢুকে ব্যালট পেপার নিয়ে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের নৌকা ও সদস্য প্রার্থী হেলাল উদ্দিনের ফুটবল প্রতীকে সিল মারতে থাকেন। খবর ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
জানতে চাইলে ব্যালট পেপারে সিল মারার কথা অস্বীকার করে আশুলিয়া কলেজ কেন্দ্র-২ এর প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘গোলযোগ হয়েছে তবে কি নিয়ে হয়েছে তা আমার জানা নেই।’ 
 
পাশের আশুলিয়া স্কুল কেন্দ্র-১ এ সকাল ১০টার দিকে প্রিসাইডিং কর্মকর্তার সামনেই ব্যালট পেপারে নৌকা ও বল প্রতীকে সিল মারতে দেখা যায়। 
 
ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারার কথা স্বীকার করেন প্রিসাইডিং কর্মকর্তা হারুন-অর-রশীদ। 
 
একই কেন্দ্রের দুই নম্বর ভোট কক্ষের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের এজেন্ট অভিযোগ করেন, বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা ভোট কক্ষে ঢুকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। 
 
জানতে চাইলে ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আলী আকবর ব্যালট বই ছিনিয়ে নিয়ে সিল মারার কথা স্বীকার করেন। 
 
সকাল পৌনে ১১টার দিকে কতিপয় ব্যক্তি ইয়ারপুর ইউনিয়নের ডব্লিউ আই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চার নম্বর ভোট কক্ষে ঢুকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। 

জানতে চাইলে ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা এসএম সাইফুর রহমান বলেন, একটি ব্যালট বই নিয়ে সিল মারা হচ্ছিল। পরে বইটি উদ্ধার করে বাতিল করা হয়েছে। 
 
বিরুলিয়া ইউনিয়নের কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার সময় আটক হন আওয়ামী লীগের প্রার্থী সাঈদুর রহমান সুজন। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। 
 
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে আশুলিয়ার মিন্নত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কেন্দ্রে। ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী রাজু আহম্মেদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। 
 
আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিন অভিযোগ করেন, বেলা দুইটার দিকে মিন্নত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা তাঁকে মারধর করেন। তবে রাজু আহম্মেদ এই অভিযোগ অস্বীকার করেছেন। 
 
ওই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু সালাম বলেন, ঝামেলা হওয়ার কারণে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। 
 
সাভার সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বেড় করে দিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছে। তাঁর সমর্থকদের মারধর করেছে। এ কারণে তিনি নির্বাচন বর্জন করেছেন। 
 
জানতে চাইলে আশুলিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দীন বলেন, কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত