নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধুর হত্যাকারীদের খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই।’
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তাঁরাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যাঁরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তাঁরা জ্ঞানপাপী। তাঁরা পাকিস্তানের দোসর।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। একাত্তরের পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না।’
আমির হোসেন আমু আরও জানান, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আল্লাহর রহমত আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই।’
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তাঁরাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যাঁরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তাঁরা জ্ঞানপাপী। তাঁরা পাকিস্তানের দোসর।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। একাত্তরের পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না।’
আমির হোসেন আমু আরও জানান, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আল্লাহর রহমত আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১ সেকেন্ড আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগে