নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলে, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১১ জনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় তাঁদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলাকার প্লটের শ্রেণি পরিবর্তন করে বাণিজ্যিক প্লট হিসেবে ব্যবহার, সেই প্লট দেখিয়ে ব্যাংক থেকে ঋণের মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, দুই মামলাতেই চৌধুরী নাফিজ সরাফাতের পাশাপাশি তাঁর স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ, তাঁদের ছেলে রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরীকে আসামি করা হয়েছে।
প্রথম মামলায় এই তিনজনের পাশাপাশি পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, ডাইনেস্টি হোমস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস কে মেহেদী হাসান, ডালিয়া চৌধুরী, ফারহানা মোনেম, সাবেক এমডি রিমন কর্মকার, সাজিদ হক ও আমনি নাওয়ার চৌধুরীকে আসামি করা হয়।
পরের মামলায় চৌধুরী নাফিজ সরাফাত, আঞ্জুমান আরা সাহিদ, রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরীর সঙ্গে আসামি হয়েছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় ও পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ডাইনেস্টি হোমস লিমিটেডের সঙ্গে পদ্মা ব্যাংকের সঙ্গে ভবন ভাড়া চুক্তি করেন। তাঁরা পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়টি গুলশান-২ আবাসিক এলাকার সিইএন (ডি) ব্লকের ১০২ ও ১০৩ নম্বর সড়কে অবস্থিত ২০ তলাবিশিষ্ট ভবনে স্থানান্তর করেন। এই স্থানান্তর প্রক্রিয়ায় ব্যাংক থেকে অগ্রিম ১৪ কোটি ৭ লাখ টাকা ও ভবন নির্মাণ ব্যয় দেখিয়ে ৫২ কোটি ৪৪ লাখ টাকা ঋণ হিসেবে নেন। এভাবে মোট ৬৬ কোটি ৫১ লাখ টাকা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘সেল কোম্পানি’র মাধ্যমে নিয়ে আত্মসাৎ করেন আসামিরা।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অন্যের সহায়তায় ও পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে রাজউকের বিদ্যমান বিধিবিধান লঙ্ঘন করে আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লটে রূপান্তর করেন। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও বিশেষ নির্দেশনা (অনুশাসন) দিয়ে আবাসিক এলাকার শ্রেণিভুক্ত প্লটটিকে বাণিজ্যিক শ্রেণিতে রূপান্তর করার সুযোগ করে দেন।
এতে বলা হয়, আসামিরা অবৈধভাবে অর্জিত ন্যূনতম ৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ ছদ্মাবরণ ও পরে হস্তান্তর করার মাধ্যমে মানি লন্ডারিং করার অপরাধ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তনের পর নাফিজ সরাফাতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১৩ এপ্রিল পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাফিজ সরাফাতের বিরুদ্ধে মামলা করে দুদক।
পদ্মা ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলে, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১১ জনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় তাঁদের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলাকার প্লটের শ্রেণি পরিবর্তন করে বাণিজ্যিক প্লট হিসেবে ব্যবহার, সেই প্লট দেখিয়ে ব্যাংক থেকে ঋণের মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, দুই মামলাতেই চৌধুরী নাফিজ সরাফাতের পাশাপাশি তাঁর স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ, তাঁদের ছেলে রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরীকে আসামি করা হয়েছে।
প্রথম মামলায় এই তিনজনের পাশাপাশি পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, ডাইনেস্টি হোমস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস কে মেহেদী হাসান, ডালিয়া চৌধুরী, ফারহানা মোনেম, সাবেক এমডি রিমন কর্মকার, সাজিদ হক ও আমনি নাওয়ার চৌধুরীকে আসামি করা হয়।
পরের মামলায় চৌধুরী নাফিজ সরাফাত, আঞ্জুমান আরা সাহিদ, রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরীর সঙ্গে আসামি হয়েছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় ও পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ডাইনেস্টি হোমস লিমিটেডের সঙ্গে পদ্মা ব্যাংকের সঙ্গে ভবন ভাড়া চুক্তি করেন। তাঁরা পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়টি গুলশান-২ আবাসিক এলাকার সিইএন (ডি) ব্লকের ১০২ ও ১০৩ নম্বর সড়কে অবস্থিত ২০ তলাবিশিষ্ট ভবনে স্থানান্তর করেন। এই স্থানান্তর প্রক্রিয়ায় ব্যাংক থেকে অগ্রিম ১৪ কোটি ৭ লাখ টাকা ও ভবন নির্মাণ ব্যয় দেখিয়ে ৫২ কোটি ৪৪ লাখ টাকা ঋণ হিসেবে নেন। এভাবে মোট ৬৬ কোটি ৫১ লাখ টাকা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘সেল কোম্পানি’র মাধ্যমে নিয়ে আত্মসাৎ করেন আসামিরা।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অন্যের সহায়তায় ও পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে রাজউকের বিদ্যমান বিধিবিধান লঙ্ঘন করে আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লটে রূপান্তর করেন। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও বিশেষ নির্দেশনা (অনুশাসন) দিয়ে আবাসিক এলাকার শ্রেণিভুক্ত প্লটটিকে বাণিজ্যিক শ্রেণিতে রূপান্তর করার সুযোগ করে দেন।
এতে বলা হয়, আসামিরা অবৈধভাবে অর্জিত ন্যূনতম ৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ ছদ্মাবরণ ও পরে হস্তান্তর করার মাধ্যমে মানি লন্ডারিং করার অপরাধ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তনের পর নাফিজ সরাফাতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১৩ এপ্রিল পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাফিজ সরাফাতের বিরুদ্ধে মামলা করে দুদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে