Ajker Patrika

কারাগারে থেকেই আইনের মাস্টার্স পরীক্ষা দেবেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ৪৩
কারাগারে থেকেই আইনের মাস্টার্স পরীক্ষা দেবেন রিজভী

কারাগারে বসেই আইন বিষয়ে স্নাতকোত্তর এলএলএম (মাস্টার্স) ফাইনাল সেমিস্টার পরীক্ষায় অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী কারা বিধি অনুযায়ী তাঁর পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্য থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন রিজভী। তবে পরীক্ষা থাকায় তাঁর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহর এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর পরীক্ষা নেওয়ার এই আদেশ দেন।

রিজভী ঢাকা আইনজীবী সমিতির সদস্য। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তিনি রাজধানীর প্রাইম ইউনিভার্সিটিতে এলএলএমে অধ্যয়নরত। আগামী সপ্তাহে ফাইনাল সেমিস্টার অনুষ্ঠিত হবে। তিনি ওই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। এ কারণে তাঁর আইনজীবী মেজবাহ আবেদন জানিয়েছেন বলে আজকের পত্রিকাকে জানান। 

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৪৫০ জনের সঙ্গে রিজভীকেও আটক করা হয়। পরদিন আদালতে হাজির করার পর অন্যদের সঙ্গে তাঁকেও কারাগারে পাঠানো হয়। ওই মামলায় রিজভীর জামিন শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য রয়েছে। 

এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরীক্ষার আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলে পরীক্ষা দেওয়ার অনুমতি চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত