Ajker Patrika

ঘিওরে ‘পচা মিষ্টিতে’ সন্দেশ বানানো সেই কারখানায় প্রশাসনের অভিযান

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৯
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন কারখানায় অভিযান পরিচালনা করেন। ছবি: সংগৃহীত
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন কারখানায় অভিযান পরিচালনা করেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিষাক্ত রাসায়নিক মিশ্রণের দায়ে শিশুদের খাবার ‘সন্দেশ’ ও ‘টফি’ তৈরির সেই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে নোংরা খাদ্য তৈরির উপকরণগুলো ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারচি এলাকায় অভিযান পরিচালনা ও জরিমানা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন।

গত ২ ফেব্রুয়ারি ‘পচা মিষ্টিতে তৈরি হচ্ছে শিশুদের প্রিয় সন্দেশ’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি তৈরি করা হতো ওই কারখানায়। যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হতো বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন করতেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ও ভেজাল উপকরণ দিয়ে খাবার তৈরির দায়ে মাওলা মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত