বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘উদ্যোক্তা সম্মেলন ২০২৩’। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
‘From Poetry to Passion: English for Innovation in an Entreprenaissance Era’ শিরোনামে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ইংরেজি ভাষার শিক্ষকদের সংগঠন টেসল সোসাইটি অব বাংলাদেশ।
একবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে নিত্য নতুন কর্মকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনা নিয়ে নানাবিধ আলোচনার সুযোগ থাকবে এই আয়োজনে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রচলিত ঘরানার চাকরির পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার চর্চা ও ক্যারিয়ার ভাবনায় তার প্রয়োগকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে এই আয়োজন।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। সম্মেলনের মূল বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
উদ্যোক্তাদের জন্য আয়োজিত নানাবিধ কর্মশালা পরিচালনায় থাকবেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ, বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনওয়ার এবং নারীর স্বাস্থ্য সচেতনতায় কাজ করা ‘ঋতুর’ প্রতিষ্ঠাতা শারমিন কবীর।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তব্য প্রদান ও আলোচনায় অংশগ্রহণ করবেন মাদলের স্বত্বাধিকারী মাসুমা খাতুন শাম্মী, হ্যান্ডিমামার স্বত্বাধিকারী শাহ পরান, খেলবেই বাংলাদেশের স্বত্বাধিকারী কাজী সাবির, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সভাপতি ও কাকলীস অ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার, ইডিসির সহসভাপতি ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা, আবায়া স্টোরির স্বত্বাধিকারী সিরাজুম মুনিরা, সহজসাধ্যর স্বত্বাধিকারী সৈয়দা ক্যামেলিয়া রহমান, আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন এবং আলিয়াস কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া।
এ ছাড়া সম্মেলনের পাশাপাশি থাকছে বিভিন্ন উদ্যোক্তাদের স্টল, যেখানে উদ্যোক্তারা তাঁদের আইডিয়া ও পণ্য প্রদর্শনীর সুযোগ পাবেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
এই সম্মেলনে শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের মতবিনিময়ের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগ তৈরি হবে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার জন্য থাকবে অন-স্পট রেজিস্ট্রেশনের সুযোগ।
বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ইংরেজি বিভাগের আয়োজনে আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘উদ্যোক্তা সম্মেলন ২০২৩’। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
‘From Poetry to Passion: English for Innovation in an Entreprenaissance Era’ শিরোনামে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ইংরেজি ভাষার শিক্ষকদের সংগঠন টেসল সোসাইটি অব বাংলাদেশ।
একবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে নিত্য নতুন কর্মকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুচিন্তিত পরামর্শ ও নির্দেশনা নিয়ে নানাবিধ আলোচনার সুযোগ থাকবে এই আয়োজনে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রচলিত ঘরানার চাকরির পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার চর্চা ও ক্যারিয়ার ভাবনায় তার প্রয়োগকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে এই আয়োজন।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান। সম্মেলনের মূল বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
উদ্যোক্তাদের জন্য আয়োজিত নানাবিধ কর্মশালা পরিচালনায় থাকবেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ, বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনওয়ার এবং নারীর স্বাস্থ্য সচেতনতায় কাজ করা ‘ঋতুর’ প্রতিষ্ঠাতা শারমিন কবীর।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তব্য প্রদান ও আলোচনায় অংশগ্রহণ করবেন মাদলের স্বত্বাধিকারী মাসুমা খাতুন শাম্মী, হ্যান্ডিমামার স্বত্বাধিকারী শাহ পরান, খেলবেই বাংলাদেশের স্বত্বাধিকারী কাজী সাবির, ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সভাপতি ও কাকলীস অ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার, ইডিসির সহসভাপতি ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা, আবায়া স্টোরির স্বত্বাধিকারী সিরাজুম মুনিরা, সহজসাধ্যর স্বত্বাধিকারী সৈয়দা ক্যামেলিয়া রহমান, আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন এবং আলিয়াস কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া।
এ ছাড়া সম্মেলনের পাশাপাশি থাকছে বিভিন্ন উদ্যোক্তাদের স্টল, যেখানে উদ্যোক্তারা তাঁদের আইডিয়া ও পণ্য প্রদর্শনীর সুযোগ পাবেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
এই সম্মেলনে শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের মতবিনিময়ের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগ তৈরি হবে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেওয়ার জন্য থাকবে অন-স্পট রেজিস্ট্রেশনের সুযোগ।
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২৬ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৩০ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৪১ মিনিট আগে