Ajker Patrika

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুরে ভোলানাথ দাস হত্যাকাণ্ডের ঘটনায় গণপতি মণ্ডল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ ছাড়া মামলার অপর ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গণপতি মণ্ডল গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের মৃত লক্ষণ মণ্ডলের ছেলে। 

এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, দিনেশ মণ্ডল, রনজন মণ্ডল, বিমল মণ্ডল, চিন্ময় মণ্ডল, দীপক বিশ্বাস, যুগল বিশ্বাস, দীপক মণ্ডল, সমর রায়, বিষ্ণু রায়, সমর বিশ্বাস, পলাশ মণ্ডল, দুলাল মণ্ডল, বিপ্লব রায় ও কমলেশ ঘোষ। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন মুকসুদপুর উপজেলার মহাটালী গ্রামের ভোলানাথ দাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গণপতি মণ্ডল ও তার ২৫ জন সহযোগী। পরে আহতাবস্থায় তাঁকে প্রথমে মুকসুদপুর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন তিনি মারা যান। 

এ ঘটনায় নিহতের ছেলে ঝড়ু দাস একটি মামলা দায়ের করলে দীর্ঘ শুনানির পর আদালত গণপতি মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ১৪ আসামিকে খালাস দেন। রায় ঘোষণার সময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

মামলায় বাদী পক্ষের এপিপি অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান খান ও অ্যাডভোকেট ফজলুল হক খান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন মামলাটি পরিচালনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত