নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের তৈরি পোশাক কারখানার ৮০ শতাংশ নারী কর্মী মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হন। তবে ৮৩ শতাংশ নারী কর্মী যৌন হয়রানির ধরনগুলো সম্পর্কে সচেতন না। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে গবেষণা থেকে পাওয়া তথ্য তুলে ধরে সংগঠনটি। এ সময় তারা কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনে ৮ দফা সুপারিশও তুলে ধরে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার জানান, ২০২২ সালে তাঁরা এই গবেষণা পরিচালনা করেন। গবেষণার তথ্যমতে, ৮১ শতাংশ নারী কর্মী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং কার্যাবলি সম্পর্কে সচেতন না। শুধু শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হলেও বেশির ভাগ কারখানায় প্রতিরোধ কমিটি না থাকায়, ভুক্তভোগীরা অভিযোগ জানাতে পারেন না। যা তাদের কর্মপরিবেশে কাজ করার জন্য অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং অনেক কর্মী চাকরি ছেড়ে চলে যান।
মানববন্ধনে বক্তারা জানান, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি বহুমাত্রিক সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সরকার, কারখানা, প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ প্রয়োজন। বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনে ২০১৯ সালের ২১ জুন আইএলও’র ১০৮তম অধিবেশনে ‘কনভেনশন-১৯০’ নামে গৃহীত হয়। বাংলাদেশ সরকার এই কনভেনশন অনুমোদন করে সুনির্দিষ্ট আইন ও বিধি গ্রহণ করে সমস্যা সমাধানের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির ৮ দফা সুপারিশের মধ্যে রয়েছে-কর্মক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, কার্যকরী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা, ‘আইএলও কনভেনশন ১৯৯০’ অনতিবিলম্বে বাংলাদেশ সরকার কর্তৃক অনুস্বাক্ষর করা, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি বন্ধে পূর্ণাঙ্গ আইন ও বিধি গ্রহণ করা ইত্যাদি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তাহমিনা রহমান, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সালাউদ্দিন স্বপনসহ বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেত-কর্মীরা।
দেশের তৈরি পোশাক কারখানার ৮০ শতাংশ নারী কর্মী মৌখিক ও শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হন। তবে ৮৩ শতাংশ নারী কর্মী যৌন হয়রানির ধরনগুলো সম্পর্কে সচেতন না। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে গবেষণা থেকে পাওয়া তথ্য তুলে ধরে সংগঠনটি। এ সময় তারা কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনে ৮ দফা সুপারিশও তুলে ধরে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার জানান, ২০২২ সালে তাঁরা এই গবেষণা পরিচালনা করেন। গবেষণার তথ্যমতে, ৮১ শতাংশ নারী কর্মী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং কার্যাবলি সম্পর্কে সচেতন না। শুধু শারীরিকভাবে যৌন হয়রানির শিকার হলেও বেশির ভাগ কারখানায় প্রতিরোধ কমিটি না থাকায়, ভুক্তভোগীরা অভিযোগ জানাতে পারেন না। যা তাদের কর্মপরিবেশে কাজ করার জন্য অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং অনেক কর্মী চাকরি ছেড়ে চলে যান।
মানববন্ধনে বক্তারা জানান, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি বহুমাত্রিক সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য সরকার, কারখানা, প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ প্রয়োজন। বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনে ২০১৯ সালের ২১ জুন আইএলও’র ১০৮তম অধিবেশনে ‘কনভেনশন-১৯০’ নামে গৃহীত হয়। বাংলাদেশ সরকার এই কনভেনশন অনুমোদন করে সুনির্দিষ্ট আইন ও বিধি গ্রহণ করে সমস্যা সমাধানের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির ৮ দফা সুপারিশের মধ্যে রয়েছে-কর্মক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, কার্যকরী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা, ‘আইএলও কনভেনশন ১৯৯০’ অনতিবিলম্বে বাংলাদেশ সরকার কর্তৃক অনুস্বাক্ষর করা, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি বন্ধে পূর্ণাঙ্গ আইন ও বিধি গ্রহণ করা ইত্যাদি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তাহমিনা রহমান, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সালাউদ্দিন স্বপনসহ বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেত-কর্মীরা।
গাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়।
১৩ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগে