ঢাবি প্রতিনিধি
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্কচ্যুতির দাবিতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ-মার্ক্সবাদী)।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ সংহতি প্রকাশ করা হয়।
সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সম্পর্ক ছিন্ন করা বিশ্বের সকল গণতান্ত্রিক-শান্তিকামী মানুষের দাবি। মার্কিন মদদেই ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। এর বিরুদ্ধে দেশে-দেশে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সেই বিক্ষোভ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অসংখ্য ইহুদি শিক্ষার্থী এবং তাদের সংগঠনও সাহসের সঙ্গে অংশগ্রহণ করছে। আমরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সংগ্রামী অভিবাদন এবং চলমান আন্দোলনের সঙ্গে গভীর একাত্মতা ও সংহতি জানাচ্ছি।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন ক্যাম্পাস থেকে কয়েক শ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ওয়াক আউট করেছেন। মার্কিন সরকার এবং কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যৌথভাবে যেভাবে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা এবং নির্যাতন নামিয়ে আনল, আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিনসহ অন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে মারণাস্ত্র তৈরি এবং গণহত্যার কাজে ব্যবহার করছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোও এসব কাজে ব্যবহৃত হচ্ছে। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণা এবং কোনো সম্পদকে ফিলিস্তিনে গণহত্যার কাজে ব্যবহার করা যাবে না। আজ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার অর্থনৈতিক-রাজনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে নৃশংস গণহত্যা-আগ্রাসন পরিচালনা করছে। সভ্যতাকে রক্ষা এবং শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী যুদ্ধ-আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ লড়াই জোরদার করা একান্ত জরুরি।
অবিলম্বে ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বের সব শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্কচ্যুতির দাবিতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ-মার্ক্সবাদী)।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ সংহতি প্রকাশ করা হয়।
সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সম্পর্ক ছিন্ন করা বিশ্বের সকল গণতান্ত্রিক-শান্তিকামী মানুষের দাবি। মার্কিন মদদেই ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। এর বিরুদ্ধে দেশে-দেশে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সেই বিক্ষোভ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অসংখ্য ইহুদি শিক্ষার্থী এবং তাদের সংগঠনও সাহসের সঙ্গে অংশগ্রহণ করছে। আমরা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সংগ্রামী অভিবাদন এবং চলমান আন্দোলনের সঙ্গে গভীর একাত্মতা ও সংহতি জানাচ্ছি।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন ক্যাম্পাস থেকে কয়েক শ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ওয়াক আউট করেছেন। মার্কিন সরকার এবং কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যৌথভাবে যেভাবে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা এবং নির্যাতন নামিয়ে আনল, আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মার্কিনসহ অন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে মারণাস্ত্র তৈরি এবং গণহত্যার কাজে ব্যবহার করছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোও এসব কাজে ব্যবহৃত হচ্ছে। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণা এবং কোনো সম্পদকে ফিলিস্তিনে গণহত্যার কাজে ব্যবহার করা যাবে না। আজ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ তার অর্থনৈতিক-রাজনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে নৃশংস গণহত্যা-আগ্রাসন পরিচালনা করছে। সভ্যতাকে রক্ষা এবং শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সাম্রাজ্যবাদী যুদ্ধ-আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ লড়াই জোরদার করা একান্ত জরুরি।
অবিলম্বে ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বের সব শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
৪৪ মিনিট আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে