Ajker Patrika

র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যুগ্ম সচিব এনামুলের মামলায় সেই আল-আমিন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৩: ৩১
র‍্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যুগ্ম সচিব এনামুলের মামলায় সেই আল-আমিন ঢাকায় গ্রেপ্তার

র‍্যাব হেফাজতে মৃত সুলতানা জেসমিনকে আটকের পর যুগ্ম সচিব মো. এনামুল হক এক বছর আগের যে ঘটনা তুলে ধরে মামলা করেছিলেন, সেই মামলার আসামি আল-আমিনকে এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে র‍্যাব।  

আল-আমিনকেে গতকাল বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।

র‍্যাব-৩-এর এই কর্মকর্তা বলেন, আল-আমিন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব মো. এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎসংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হক আগেই জানতে পেরেছিলেন, নিজের ফেসবুক আইডি ‘হ্যাক’ করে তাঁর নাম করে চাকরির প্রলোভন দিয়ে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এক বছরে পুলিশ কয়েকবার ডেকেও তাঁকে দিয়ে মামলা করাতে পারেনি।

এক বছর পর গত ২২ মার্চ এই প্রতারণার ঘটনায় এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাঁর উপস্থিতিতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে (৩৮) তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। আটকের পরদিন জেসমিন যখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায়, তখন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এনামুল। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত