নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে