নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের সকালে নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। প্রতিষ্ঠানটি যেভাবে নিজস্ব ধারায় অনুষ্ঠান সাজিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আজ শুক্রবার (১১ এপ্রিল) ছায়ানট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা বলেন, ছায়ানট আয়োজিত বর্ষবরণের এবার ৫৮তম আয়োজন। ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনই এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি, হাতে হাত রেখে সকলে একসঙ্গে মিলবার, চলার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই।’
লাইসা আহমদ লিসা জানান, সকাল সোয়া ৬টায় ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হবে আয়োজন। অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।
রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এবারের অনুষ্ঠানসজ্জায় ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ রয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। আয়োজনে মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।
ছায়ানটের বর্ষবরণের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুনকে ছাড়া এই অনুষ্ঠান হতে যাচ্ছে। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন তিনি।
ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘তাঁর (সন্জীদা খাতুন) অনুপস্থিতিতে প্রথম নববর্ষের আয়োজন হচ্ছে। তিনি যে ধারার সংস্কৃতি ও সংগীতচর্চা বহমান রাখতে চেয়েছেন, আমরা যেন সেটি বহমান রাখতে পারি। এটিই তাঁর জন্য সবচেয়ে বড় শ্রদ্ধা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। সংবাদ সম্মেলন শুরু হয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি গেয়ে। শেষ হয় ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কবি নজরুলের’ গান গেয়ে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
১২ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে