Ajker Patrika

ধর্ষণের অভিযোগে বান্ধবীসহ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণের অভিযোগে বান্ধবীসহ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সবুজ আল সাহবা ও তাঁর বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। মিরপুর থানায় দায়ের করা এই মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা। 
মহানগর হাকিম আশেকে ইমাম মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ বদলির আদেশ দেন। 

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে ওই রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা দুজনই জামিনে রয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, ওই তরুণী গত বছরের ২৮ সেপ্টেম্বর চিকিৎসক দেখানোর জন্য ঢাকায় আসেন। বিবি ফাতেমা ঝুমুর ছাত্রলীগ নেতা সবুজের বাসায় তাকে নিয়ে যান। 

সেখানে ঝুমুর ছাত্রলীগ নেতা সবুজকে ভাই হিসেবে পরিচয় করে দেন। ওই দিন রাতে আসামি ঝুমুর ভুক্তভোগী তরুণীকে আসামি সবুজের কক্ষে পাঠায় এবং শারীরিক সম্পর্ক করতে বলেন। পরে আসামি ঝুমুরের সহযোগিতায় সবুজ সেই তরুণীকে ধর্ষণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত