Ajker Patrika

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি হাফিজুরের বন্ধুদের

প্রতিনিধি
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি হাফিজুরের বন্ধুদের

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন সেশনের সাধারণ শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা। আজ মঙ্গলবার সকাল দশটায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা এ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, হাফিজুরের পক্ষ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের ও মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ঘটনার আগ মুহূর্তে হাফিজুরের সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। হাফিজুরের লাশ নিয়ে পুলিশ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের দায়িত্বের অবহেলার জবাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নিবে তার নকশার দাবি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'হাফিজুর রহমানের প্রতি যেন ন্যায় বিচার করা হয়, তার মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত করা হয় এবং এই ঘটনার পূর্বাপর কি ঘটেছে তা যেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে উন্মোচন করা হয়। হাফিজুর নিখোঁজ হওয়ার পর শাহবাগ থানায় অবহিত করা হয়। কিন্তু তাঁরা ঢাকা মেডিকেল কলেজের এলাকায় যে লাশ পাওয়া গেছে তা যে হাফিজুরের হতে পারে তা মিলিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। দুঃখের সঙ্গে বলতে চাই, যে ঘটনাটি ঘটেছে তাতে দায়িত্বশীল বাহিনী পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। কি ঘটেছিল এবং কি ঘটনার প্রেক্ষিতে আত্মহত্যা বা হত্যার ঘটনা ঘটেছিল তদন্তের ভিত্তিতে তা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করতে হবে। কেউ যদি পেশাদারি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে যেন বিভাগীয় শাস্তি যেন গ্রহণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কথা দিতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেকোনো ন্যায় সংগত আন্দোলনের এবং এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে ৷

মাইম অ্যাকশনের সভাপতি লিজাইনুল ইসলাম রিপন বলেন, 'হাফিজ মাইম অ্যাকশনের হয়ে আত্মহত্যার বিপক্ষে লড়াই করেছে, এমন একজন মানুষ কেন আত্মহত্যা করতে যাবে? আমাদের কাছে মনে হচ্ছে এটা কখনো আত্মহত্যা হতে পারে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ সুষ্ঠু তদন্ত করা হোক।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার তদন্ত সাপেক্ষে সত্য উদ্‌ঘাটন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীরা ঘটনাটি তদন্তে করতে আমাদের কাছে এসে দাবি জানিয়েছে। তাদের এই দাবিটি যৌক্তিক এবং আমরা একমত পোষণ করছি। তাদের দাবির আগেই আমরা ঘটনাটি তদন্ত করতে সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় একটি জিডি আছে এবং পুলিশের পক্ষ থেকেও একটি মামলা আছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত