Ajker Patrika

সখীপুরে দলিল লেখক সমিতির ২ সদস্যকে সাময়িক বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪৫
সখীপুরে দলিল লেখক সমিতির ২ সদস্যকে সাময়িক বহিষ্কার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির দুই সদস্য ওয়াজেদ আলী ও ইব্রাহিম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এর আগে গত রোববার নিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, কার্যকরী পরিষদের সভায় সমিতির নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বসম্মতিক্রমে ওয়াজেদ আলী ও ইব্রাহিম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে চাঁদা তোলার বিরোধিতা করায় সমিতির কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তবে বহিষ্কার সম্পর্কিত আমি কোনো চিঠি পাইনি।’

সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘সমিতির নিয়মশৃঙ্খলা না মানায় দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত