Ajker Patrika

ডেমরায় নিহত লেগুনার ৩ যাত্রীর পরিচয় মিলেছে

ঢামেক প্রতিনিধি
ডেমরায় নিহত লেগুনার ৩ যাত্রীর পরিচয় মিলেছে

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত তিন লেগুনা আরোহীর পরিচয় শনাক্ত হয়েছে। নিহতেরা হলেন—ডেমরা কোনাপাড়া শাখার আইএফআইসি ব্যাংকের সহকারী অফিসার আসিফ হোসেন (২৮), মাতুয়াইল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী উম্মে হাবিবা (১১) ও শামসুন্নাহার (৫০)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসিফের স্ত্রী রিমা বিশ্বাস ও তাঁর অফিস সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

আসিফের স্ত্রী রিমা বিশ্বাস জানান, তাঁরা ডেমরা সারুলিয়া তালতলা মসজিদ এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী আসিফ আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখার সহকারী অফিসার ছিলেন। তিনি নিজে এনআরবি ব্যাংক বাসাবো শাখায় চাকরি করেন। সকালে ডেমরা থেকে লেগুনা যোগে মাতুয়াইল যাচ্ছিলেন আসিফ।

রিমা বলেন ‘সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি সড়ক দুর্ঘটনার কথা। পরে ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ পাই। আসিফের বাড়ি রাজশাহী সদর উপজেলার সিরোইলে। বাবার নাম মৃত আনোয়ার হোসেন।’

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার আজকের পত্রিকাকে জানান, নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে। আসিফ হোসেনের স্বজনেরা তাকে শনাক্ত করেছেন, উম্মে হাবিবার ব্যাগে থাকা মাদ্রাসার বেতন বই থেকে তার পরিচয় জানা গেছে এবং সিআইডি ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে শামসুন্নাহারের পরিচয় শনাক্ত করে।

পুলিশ পরিদর্শক সুব্রত পোদ্দার বলেন, ‘নিহত কিশোরী উম্মে হাবিবার বাড়ি মাদারীপুর জেলার শিবচড় উপজেলায়। তার বাবার নাম আব্দুস সোবহান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবারের সঙ্গে থাকত। এবং মাতুয়াইল আলীয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়েছে শামসুন্নাহার বেগমের। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের পিলকুনি এলাকায়। বাবার নাম হারিছ উদ্দিন।’

এ পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় আহত বাসচালক শামিম হোসেন (৩৬), আবুল হোসাইন (৩০) ও মাইনুদ্দিন নামে তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে মাইনউদ্দিন ও শামিম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে আবুল হোসাইনের অবস্থা আশঙ্কাজনক।

আহত মাইনউদ্দিন জানান, উত্তরার ‘ফ্যাব্রিক কেয়ার’ নামে প্রতিষ্ঠানের কালার টেকনিশিয়ান তিনি। প্রতিষ্ঠানের কাজেই ডেমরায় গিয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কিছুই বলতে পারছেন না।

তবে লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন তাদেরই বেশি ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত