Ajker Patrika

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ১৭ জুন ২০২৫, ১২: ১৫
মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। আজ বেলা সোয়া ১১টার পর তাঁরা সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে আসেন। সেখানেই বিক্ষোভ করছেন তাঁরা।

কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, অবিলম্বে বাতিল করো’, ‘মানি না মানব না, অবৈধ কালো আইন’, ‘সারা বাংলার কর্মচারী, এক হও লড়াই করো’ স্লোগান দিচ্ছেন।

সমাবেশে কর্মচারীদের নেতা নজরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, পর্যালোচনা কমিটি কালো আইন সংশোধনের সুপারিশ করবে। আমরা সেটি মেনে নেব না। চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।’

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল সোমবার বিকেলে সভা করেছে। আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকের পর সরকারের কাছে সুপারিশ দেবেন তাঁরা।

মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগ থেকেই এই অধ্যাদেশর খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তাঁরা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।

চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমি সচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত