Ajker Patrika

মাঠ দখল করে প্লট বানানো যাবে না: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠ দখল করে প্লট বানানো যাবে না: ডিএনসিসি মেয়র

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাউজিং প্রকল্পগুলোর মাঠ দখল করে প্লট বানানো যাবে না। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং-এ বিশিষ্ট নাগরিকদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো তাদের প্রকল্পে মাঠ দেখায়, পার্ক দেখায়, রাস্তা-ঘাট, ড্রেন বিনোদনের জায়গা দেখায়। এরপর কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নেয়। এত সুযোগ-সুবিধা দেখে মানুষ যখন কিনতে শুরু করে তখন তারা মাঠটাকে প্লট করে ফেলে, খোলা জায়গাটা প্লট করে ফেলে এবং বেঁচে দেয়। কোনো অবস্থাতেই কোনো হাউজিং মাঠ দখল করে প্লট বানাতে পারবে না। যেখানে যেখানে খেলার মাঠ আছে, সেগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে।’ 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এ ক্ষেত্রে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, ‘তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করব। যেসব হাউজিং কোম্পানিগুলো যে পরিকল্পনা জমা দিয়ে অনুমোদন নিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’ 

ডিএনসিসি মেয়র বলেন, রূপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না। এ সময় তিনি অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, উচ্ছেদ কর্মসূচির চলার আগেই রাস্তা ও খালের আশপাশের জায়গা খালি করে চলে যান। না হলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না। 

পল্লবী ২য় পর্ব বাড়ি-ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহারের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন—ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত