Ajker Patrika

রাজধানীর মিরপুরে দোতলা ভবনে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এতে ওই ভবনের একটি বাসায় থাকা হাতে তৈরি কাপড় ও মালামাল পুড়ে গিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক গোলযোগে লাগা আগুনের এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে ওই ভবনে আগুন লাগে। রাত ১১টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা ১৮ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরে দোতলা একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিরপুর ও পল্লবী স্টেশনের ২টি করে ৪টি ইউনিট কাজ করে। রাত ১১টায় আগুন নির্বাপণ করা হয়। ভবনটির দোতলার একটি বাসায় আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। বাসাটিতে নারীদের ল্যাহেঙ্গা জাতীয় হাতে তৈরি করা কাপড় ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত