Ajker Patrika

ঢাকার রাস্তায় ১০০ বিদ্যুচ্চালিত দোতলা এসি বাস নামছে নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার রাস্তায় ১০০ বিদ্যুচ্চালিত দোতলা এসি বাস নামছে নভেম্বরে

আগামী নভেম্বরে ঢাকা মহানগরে ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস নামানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিদেশ থেকে কেনা এই বাসগুলো রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বহরে যুক্ত হয়ে রাজধানীতে ‘সিটি সার্ভিস’ হিসেবে চলবে। 

আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 

এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে মন্ত্রী বলেন, ‘যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়। যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।’ 

এ ছাড়া, আগামী জুনে প্রধানমন্ত্রী একদিনে একশ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী। 

আজ মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস। 

চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন। 

এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত