গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার ছাঁটাই করা শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন।
আহতদের কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরই কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন।
কারখানা সূত্র জানায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত (টার্মিনেশন) করা হয়। বরখাস্তকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়।
কিন্তু শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। ফলে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। এ কারণে বিজিএমইএ থেকে ব্ল্যাকলিস্ট অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকেরা রোববার দুপুরে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু।
এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট।
পাল্টাপাল্টি ধাওয়ায় দুজন শ্রমিক মারা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৪টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকেরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভেতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকেরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের কিছু শ্রমিক ছাঁটাই করা হয়। পরে তাদের নাম ব্ল্যাক লিস্টে দেওয়ার প্রতিবাদে ও লিস্ট থেকে নাম কাটার দাবিতে আন্দোলন করার সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা হয়।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ অবস্থান করছে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার ছাঁটাই করা শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন।
আহতদের কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরই কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন।
কারখানা সূত্র জানায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত (টার্মিনেশন) করা হয়। বরখাস্তকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়।
কিন্তু শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। ফলে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না। এ কারণে বিজিএমইএ থেকে ব্ল্যাকলিস্ট অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকেরা রোববার দুপুরে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু।
এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট।
পাল্টাপাল্টি ধাওয়ায় দুজন শ্রমিক মারা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৪টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকেরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভেতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকেরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. রাজিব হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের কিছু শ্রমিক ছাঁটাই করা হয়। পরে তাদের নাম ব্ল্যাক লিস্টে দেওয়ার প্রতিবাদে ও লিস্ট থেকে নাম কাটার দাবিতে আন্দোলন করার সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা হয়।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ অবস্থান করছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে