Ajker Patrika

লঞ্চঘাটে পা হারানো কবিরকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুন ২০২২, ১৭: ৫১
লঞ্চঘাটে পা হারানো কবিরকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

রাজধানীর সদরঘাটে লঞ্চ ও পন্টুনের চাপে বাঁ পা হারানো কবির হোসেনকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রুল জারি করেন। 

নৌপরিবহন মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও পূবালী-১২ লঞ্চের মালিক আলী আজগর খালাসীসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

এর আগে ক্ষতিপূরণ দিতে গত ২৯ মে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে ৫ লাখ এবং সাত দিনের মধ্যে ৯৫ লাখ টাকা দিতে অনুরোধ জানানো হয়। ওই নোটিশের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয় বলে জানান আইনজীবী তানভীর আহমেদ। 

প্রসঙ্গত, রাজধানীর নবাবপুরে বৈদ্যুতিক পাখার দোকানে দিনমজুরের কাজ করতেন কবির হোসেন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন করতে গত ১ মে স্ত্রী-মেয়েকে নিয়ে পটুয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্তু সদরঘাটে লঞ্চের ধাক্কায় গুরুতর আহত হলে কেটে ফেলতে হয় তাঁর বাম পায়ের হাঁটুর নিচের অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত