Ajker Patrika

গাজীপুরে বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪: ৪৫
গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।

বিষয়টি যাতে সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আসে, এ জন্য কয়েক দিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মীচারীরা প্রচারণা চালিয়েছেন। তাঁরা লিফলেট বিতরণ ও মাইকিং করেন এবং শ্রমিক কর্মকর্তাদের বিভিন্ন জোনে ভাগ করে দায়িত্ব বণ্টন করেন।

গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

চন্দ্রা-নবীনগর সড়কের গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্ট ভাগ করে দুজন করে টিম লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বেই আজ সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচি ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।

কারখানার শ্রমিকেরা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সব কারখানা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজের পরিবেশ চাই। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালুসহ সব বকেয়া আদায় করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-২-এর এসপি এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। ৯-১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন, যে কারণে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত