Ajker Patrika

শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৩, ০১: ১১
শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

রাজধানীর মোহাম্মদপুরে শ্যামলী সিনেমা হলের পাশে রুপায়ন শেলটেক নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ভবনের ১৮ তলার ওপরে আটকা পড়েছেন অনেকে। তাঁদের উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত ১৬ জনকে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয়েছে ছয় জনকে। উদ্ধার ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী।

ভবনের ওপর দিকে বিভিন্ন ইউনিটের জানালা দিয়ে ধোয়া বের হচ্ছে। অনেকে হাত বের করে, চিৎকার করে সাহায্য চাচ্ছেন। নিচ থেকে তাঁদের শান্ত থাকতে বলছেন সহকর্মীরা। নিচে অনেকের মোবাইল ফোনে শোনা যাচ্ছে আটকা পড়াদের কান্নার আওয়াজ!

ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকাফায়ার জানাল কাচ ভেঙে ভেতর থেকে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। তীব্র ধোয়ার মধ্যে চলছে আগুন নেভানোর চেষ্টা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস সদরদপ্তরে ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনটির নিচে মার্কেট ও দোকান রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় দুটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ওপরের দিকে আবাসিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত