সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজনের মৃত্যুর পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘাতক বাসটির চালক ও সহকারীর খোঁজ পায়নি পুলিশ। শুধু তাই নয়, বাসটির রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেলেও মালিকের কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
এদিকে তিনটি যানবাহনই জব্দ করে সাভার হাইওয়ে থানায় রাখা হয়েছে। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
আজ রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, ‘দুটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঘাতক বাসটির মালিকপক্ষ বা চালক-সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার হাইওয়ে থানার এএসআই ফজলুল হক বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত করবেন সাভার হাইওয়ে থানার এসআই মোস্তফা হোসেন।’
সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই জাহিদুল ইসলাম বলেন, ‘সাভার মডেল থানায় মামলা নং-১৪। হাইওয়ে থানা পুলিশের এজাহারের ভিত্তিতে রাত ৯টা ৪৫ এ মামলা নথিভুক্ত হয়।’
বাদী হাইওয়ে থানার এএসআই ফজলুল হক বলেন, ‘বাসটি সেইফ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৫৮৭৮)। সেটি কোন রুটে চলে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে যারা ছিলেন সবাই পালিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে কোনো যাত্রী ছিল না। বাসটির চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিআরটিএতে গাড়ির নম্বরের মাধ্যমে গাড়ির চালকের তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে।’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাভার হাইওয়ে থানার এসআই মোস্তফা হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুই বিজ্ঞানী, একজন প্রকৌশলী ও ওই প্রতিষ্ঠানের বাসের ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেও তদন্তে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এসআই মোস্তফা আরও বলেন, ‘দুর্ঘটনার শিকার গরুর ট্রাকটির চালক ও সহকারী কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। গরুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেপারীরা গরু নিয়ে গেছেন। তাঁরা জানিয়েছেন, ট্রাকের হেলপার ও ড্রাইভার চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। কিন্তু কোন হাসপাতালে তা তাঁরা জানেন না।’
উল্লেখ্য, রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হন। আহত হন প্রায় ২০ জন। সড়কের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, বলিয়ারপুর স্ট্যান্ডের কাছে ঢাকাগামী সেইফ লাইন ব্যানারের একটি বাস সড়কের বাম পাশে পার্কিং করে রাখা একটি বাসকে ধাক্কা দেয়। এরপরে বাসটি ডানপাশে ঢাকামুখী গরু বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠিয়ে দেয়, বাসটিও সাভারমুখী লেনে আড়াআড়িভাবে ঢুকে পড়ে। তখন ওই বৈজ্ঞানিক কর্মকর্তাবাহী সাভারমুখী স্টাফবাসটিকে সজোরে ধাক্কা দেয় সেইফলাইনের বাসটি।
সাভারে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ চারজনের মৃত্যুর পর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘাতক বাসটির চালক ও সহকারীর খোঁজ পায়নি পুলিশ। শুধু তাই নয়, বাসটির রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেলেও মালিকের কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
এদিকে তিনটি যানবাহনই জব্দ করে সাভার হাইওয়ে থানায় রাখা হয়েছে। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
আজ রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, ‘দুটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ঘাতক বাসটির মালিকপক্ষ বা চালক-সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার হাইওয়ে থানার এএসআই ফজলুল হক বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত করবেন সাভার হাইওয়ে থানার এসআই মোস্তফা হোসেন।’
সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই জাহিদুল ইসলাম বলেন, ‘সাভার মডেল থানায় মামলা নং-১৪। হাইওয়ে থানা পুলিশের এজাহারের ভিত্তিতে রাত ৯টা ৪৫ এ মামলা নথিভুক্ত হয়।’
বাদী হাইওয়ে থানার এএসআই ফজলুল হক বলেন, ‘বাসটি সেইফ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৫৮৭৮)। সেটি কোন রুটে চলে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে যারা ছিলেন সবাই পালিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে কোনো যাত্রী ছিল না। বাসটির চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিআরটিএতে গাড়ির নম্বরের মাধ্যমে গাড়ির চালকের তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে।’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাভার হাইওয়ে থানার এসআই মোস্তফা হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুই বিজ্ঞানী, একজন প্রকৌশলী ও ওই প্রতিষ্ঠানের বাসের ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেও তদন্তে আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এসআই মোস্তফা আরও বলেন, ‘দুর্ঘটনার শিকার গরুর ট্রাকটির চালক ও সহকারী কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি। গরুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেপারীরা গরু নিয়ে গেছেন। তাঁরা জানিয়েছেন, ট্রাকের হেলপার ও ড্রাইভার চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। কিন্তু কোন হাসপাতালে তা তাঁরা জানেন না।’
উল্লেখ্য, রোববার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হন। আহত হন প্রায় ২০ জন। সড়কের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, বলিয়ারপুর স্ট্যান্ডের কাছে ঢাকাগামী সেইফ লাইন ব্যানারের একটি বাস সড়কের বাম পাশে পার্কিং করে রাখা একটি বাসকে ধাক্কা দেয়। এরপরে বাসটি ডানপাশে ঢাকামুখী গরু বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠিয়ে দেয়, বাসটিও সাভারমুখী লেনে আড়াআড়িভাবে ঢুকে পড়ে। তখন ওই বৈজ্ঞানিক কর্মকর্তাবাহী সাভারমুখী স্টাফবাসটিকে সজোরে ধাক্কা দেয় সেইফলাইনের বাসটি।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলা শহরের থানাপাড়া এলাকায় বিএনপি নেতা
২৭ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানা হাজতে দূর্জয় চৌধুরী (২৫) নামে যুবক আত্নহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। তারা আজ শুক্রবার ভোররাতে তাঁর লাশ দেখতে পান তারা। এর আগে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে থানায় গিয়ে অফিস সহকারি দূর্জয়কে পুলিশের হাতে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
১ ঘণ্টা আগেউদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে