Ajker Patrika

পিক ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
পিক ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মঈন (১৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঈন উপজেলার আচমিতা গ্রামের মজলু মিয়ার ছেলে ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র। 

এ সময় মোটরসাইকেল থাকা আরোহী তার চাচাতো ভাই মো. সোলেমানও (২৩) গুরুতর আহত হন। আহত সোলেমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, মঈন ও তাঁর চাচাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে কটিয়াদীতে আসছিলেন। পথে চারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঈনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী সোলেমানকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। 

কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত