Ajker Patrika

নৌপথ দুর্ঘটনার জন্য নৌপুলিশ দায়ী: সেভ দ্য রোড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নৌপথ দুর্ঘটনার জন্য নৌপুলিশ দায়ী: সেভ দ্য রোড

নৌপথ দুর্ঘটনার জন্য শতকরা ৬০ ভাগ দায়ী নৌপুলিশ, বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোডের নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লা ঘাট এলাকা পরিদর্শন শেষে দুর্ঘটনায় ডুবে যাওয়া লঞ্চে থাকা নিখোঁজদের স্বজন ও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাঁরা এ কথা বলেন। 

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের পক্ষ থেকে কথা বলেন সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা। এ সময় শান্তা ফারজানা বলেন, ‘নৌ পুলিশের দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। দুর্ঘটনার পর তারা এসে গণমাধ্যমের সামনে বিভিন্ন কথা বলেন, কিন্তু তাদের দায়িত্ব কি এ পর্যন্তই শেষ? নৌ যানের রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা, চলাচলের শৃংখলা বজায় রাখা, নৌপথে যাত্রীদের অধিকার রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালনে তাদের চরম অনীহার কারণে নৌপথে ক্রমশ দুর্ঘটনা বেড়ে চলছে।’ 

তিনি বলেন, ‘এমনকি দুর্ঘটনার এলাকাটি পর্যবেক্ষণ করে দেখেছি, নৌপুলিশের একটি টিমও কাছাকাছি কোথাও অবস্থান করছিল না। দুর্ঘটনার এক ঘণ্টা পরও তারা এসে পৌঁছাতে পারেনি বলেও স্থানীয়রা আমাদের জানিয়েছেন। নৌপুলিশ যদি দুর্ঘটনা কমাতে কোনো ভূমিকাই না রাখেন, কেবল ঘাট ইজারা তদারকি, মাছ খাওয়া আর জনতার রক্ত পানি করা অর্থে বেতন নেওয়ার জন্য কি খুব বেশি প্রয়োজন? তা যদি না হয়, তাহলে অবশ্যই নৌপুলিশকে হতে হবে আরও দায়িত্বশীল।’ 

সংগঠনটির মহাসচিব আরও বলেন, ‘একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর-উপদপ্তরে কেবল লিজ, বালু মহল, টেন্ডারবাজি চললেও নৌপথকে দুর্ঘটনামুক্ত রাখার কোনো উদ্যোগ বা প্রয়াস না থাকাও এমন নির্মম দুর্ঘটনার জন্য দায়ী।’ 

এ সময় সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদি, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ‘আমরা দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি এবং ঘাতক এমভি রূপসীর সকল স্টাফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত