Ajker Patrika

বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে: ড. হাসান মাহমুদ

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১: ২৬
বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে: ড. হাসান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি অথচ বিএনপির চোখে সেটি পড়ে না। বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে। সরকার যতই উন্নয়ন করুক না কেন এসব উন্নয়ন তাঁদের চোখে পড়ে না।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা উড়াল সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সেতুর ওপর বসে বলে দেশে কোনো উন্নয়ন নেই। কিছুদিন পর পদ্মা সেতু দিয়ে চলাচলের সময়ও তাঁরা বলবে দেশে কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশ মাছ, খাদ্যশস্য ও সবজি উৎপাদনে অসম্ভবকে সম্ভব করেছে। এটি কোনো জাদুর কারণে নয়, সম্ভব হয়েছে বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে। এ অসম্ভবকে সম্ভব করার পেছনে সরকারের নানামুখী নীতি, দেশীয় উদ্যোক্তারা এগিয়ে এসেছে এবং তারা উৎপাদন করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছেন এবং নিজেরা লাভবান হচ্ছেন।’ 

উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় অবস্থিত প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন-নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, আস্থা ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, পরিচালক সাইফুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত