Ajker Patrika

শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৪: ২৮
শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ 

মাদারীপুর জেলার শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন সড়কের পূর্ব পাশে দুর্ঘটনাটি ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত পিকআপচালকের নাম উজ্জ্বল (৩৫), অপর ব্যক্তির নাম মো. রায়হান মিয়া (২২)। রায়হান মিয়াও পিকআপে ছিলেন। উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর এলাকার মো. ইসার ছেলে এবং রায়হান মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোজাহার আলীর ছেলে। 

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে রোববার ভোরে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকআপকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক উজ্জ্বল (৩৫) ও মো. রায়হান মিয়া (২২) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত