Ajker Patrika

রূপগঞ্জে কেমিকেল কারখানায় আগুন, দগ্ধ ৮ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১: ৫২
রূপগঞ্জে কেমিকেল কারখানায় আগুন, দগ্ধ ৮ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিকেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন কারখানার আট শ্রমিক। আহতদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় লিলি কেমিকেল কোং কারখানার টিনশেড ভবনে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে দমকলবাহিনীর পাঁচটি ইউনিট কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনে দগ্ধ শ্রমিকেরা হলেন আকালু, সজীব, বায়জিদ, রোকন, খাদেম, রাসেল, মেহেদি ও রিপন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের সোনারগাঁ জোনের উপসহকারী পরিচালক তানহার উল ইসলাম বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ১২টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’ 

আগুনের সম্ভাব্য কারণ জানতে চাইলে তিনি বলেন, রাতে ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা আট শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত