Ajker Patrika

অসুস্থ সহকর্মীদের পাশে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসুস্থ সহকর্মীদের পাশে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন

গুরুতর অসুস্থ দুই সহকর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে নবগঠিত দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বুধবার দুপুরে অসুস্থ কর্মকর্তা-কর্মচারীকে নগদ অর্থ প্রদান করা হয়। 

পরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘কমিশনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর সুখে দু:খে পাশে থাকতে এবং নানাবিধ প্রয়োজনে সর্বদা এগিয়ে আসাই সংগঠনের মূল লক্ষ্য।’ 

আর্থিক সহায়তা পাওয়া দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জুলফিকার আলী লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের হায়দরাবাদে অবস্থিত এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজিতে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় কর্মরত দপ্তরি মো. আবু হোসেন লিভার সংক্রান্ত জটিলতায় শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৬ ফেব্রুয়ারি কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণের পর দুদক কর্মকর্তারা নিজেদের সুরক্ষা ও দাবি আদায়ে গঠন করেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত