Ajker Patrika

রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ মে ২০২৪, ১৪: ৪৩
রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে মোফাজুল হক (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে কলাবাগানের ভূতের গলি এলাকার আইয়ুব ম্যানশনে এ ঘটনা ঘটে।

মোফাজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কলাবাগানের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আহাদ বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। আজ সকাল থেকে ভবনের চতুর্থ তলার বাইরে দিয়ে মাচান বেঁধে আস্তরণের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে তাঁর স্পর্শ লাগে। তাতে বিদ্যুতায়িত হয়ে মাচানে পড়ে থাকেন তিনি। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত