Ajker Patrika

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা করতে রুল

আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে মানিক কুমার মণ্ডলসহ ৫৪ ব্যক্তি ওই রিট করেন। রিট আবেদনকারীরা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ২০১৮ সালে নিয়োগ পান। পরবর্তী সময়ে গত বছরের জুলাই মাসে চাকরির মেয়াদ শেষ হয়। এ অবস্থায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে তাঁরা রিট করেন। 

রিটকারীদের আইনজীবী মনিরুজ্জামান লিংকন বলেন, আউটসোর্সিং প্রক্রিয়ায় চাকরির ভবিষ্যৎ নিয়ে নীতিমালা হয়নি। নির্দিষ্ট সময় পরে চাকরি হারিয়ে তাঁরা অসহায় হয়ে পড়েন। এ কারণেই নীতিমালা করতে রিট করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত