উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ভবনে মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরাগের দিয়াবাড়ীর ঢাকা মেট্রো-৩ সার্কেলের এক নম্বর ভবনে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিকেলে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
বিআরটিএর নৈশপ্রহরী আনসার সদস্য রমেশ চন্দ্র জানান, কয়েকজন দুষ্কৃতকারী গভীর রাতে বিআরটিএ ভবনকে লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ভবনে আগুন ধরে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। এতে বিআরটিএ ভবনের বেশ কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।
এ ঘটনায় বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক বশির উদ্দিন আহাম্মেদ তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বিআরটিএ অফিসে অজ্ঞাতনামা লোকজন কাচের বোতলে পেট্রল ভরে আগুন ধরিয়ে দেয়। এত ভবনের প্রধান ফটকে আগুন লাগে। এতে ৪০-৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। দায়িত্বরত আনসার সদস্য এবং ইউসিবি ব্যাংকের গার্ড মিলে আগুন নেভায়।
পেট্রলবোমা হামলার বিষয়ে বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিআরটিএ অফিসে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত দুই থেকে আড়াইটার দিকে পেট্রলবোমা হামলা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হোননি। নিচতলার বিদ্যুৎ ও জেনারেটরের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের দিকে আগুন লাগেনি।’
উপপরিচালক কাজী মোরসালীন বলেন, ‘একটি মোটরসাইকেলে তিনজন এসেছিল। তাদের মধ্যে একজন মোটরসাইকেলে বসা ছিল, বাকি দুই জন নেমে পেট্রলবোমা মেরে পালিয়ে যায়।’
উত্তরা জোনের এসি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পেট্রলবোমা হামলার ঘটনায় আমরা কাজ করছি। এখানে আমি ও ডিসি স্যারও রয়েছি।’
এক প্রশ্নের জবাবে এসি সাদ্দাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করছি। কিছু ট্রেস পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর উত্তরার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ভবনে মধ্যরাতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরাগের দিয়াবাড়ীর ঢাকা মেট্রো-৩ সার্কেলের এক নম্বর ভবনে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বিকেলে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন ও বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
বিআরটিএর নৈশপ্রহরী আনসার সদস্য রমেশ চন্দ্র জানান, কয়েকজন দুষ্কৃতকারী গভীর রাতে বিআরটিএ ভবনকে লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ভবনে আগুন ধরে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। এতে বিআরটিএ ভবনের বেশ কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।
এ ঘটনায় বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক বশির উদ্দিন আহাম্মেদ তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বিআরটিএ অফিসে অজ্ঞাতনামা লোকজন কাচের বোতলে পেট্রল ভরে আগুন ধরিয়ে দেয়। এত ভবনের প্রধান ফটকে আগুন লাগে। এতে ৪০-৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। দায়িত্বরত আনসার সদস্য এবং ইউসিবি ব্যাংকের গার্ড মিলে আগুন নেভায়।
পেট্রলবোমা হামলার বিষয়ে বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মোহাম্মদ মোরসালীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিআরটিএ অফিসে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত দুই থেকে আড়াইটার দিকে পেট্রলবোমা হামলা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হোননি। নিচতলার বিদ্যুৎ ও জেনারেটরের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের দিকে আগুন লাগেনি।’
উপপরিচালক কাজী মোরসালীন বলেন, ‘একটি মোটরসাইকেলে তিনজন এসেছিল। তাদের মধ্যে একজন মোটরসাইকেলে বসা ছিল, বাকি দুই জন নেমে পেট্রলবোমা মেরে পালিয়ে যায়।’
উত্তরা জোনের এসি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পেট্রলবোমা হামলার ঘটনায় আমরা কাজ করছি। এখানে আমি ও ডিসি স্যারও রয়েছি।’
এক প্রশ্নের জবাবে এসি সাদ্দাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করছি। কিছু ট্রেস পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৩ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৫ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৬ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে