Ajker Patrika

আনসারুল্লাহর জসিম উদ্দিন রাহমানী কারামুক্ত, কোথায় আছেন জানা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আনসারুল্লাহর জসিম উদ্দিন রাহমানী কারামুক্ত, কোথায় আছেন জানা নেই

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। 

আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’ 

কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’ 

এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত