নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য সকাল ১০টায় বের হন রুবেল মিয়া। ইচ্ছে ছিল কারওয়ান বাজারের কাজটি শেষ করে উত্তরা যাবেন। কিন্তু মিরপুর থেকে কারওয়ান বাজার আসতেই দিন শেষ। সেই সঙ্গে যানজটের ভোগান্তিতে ক্লান্ত তিনি।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুবেল মিয়ার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ৩ ঘণ্টারও বেশি সময় লেগেছে কারওয়ান বাজারে আসতে। যানজট আর গরমে বসে থেকে শরীর আর চলছে না। এখন কারওয়ান বাজার থেকে আবার মিরপুর ফিরতেই রাত হয়ে যাবে।’ যানজটের কারণে দিনে একটি কাজের বেশি করাই যায় না বলে আক্ষেপ করেন রুবেল।
গত কয়েক দিন ধরে রাজধানীজুড়ে যানজটে নাকাল নগরবাসী। নগরের প্রতিটি সড়ক, অলিগলিতে গাড়ির জট। উত্তরা, এয়ারপোর্ট, বনানী, মহাখালী, মগবাজার, মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ আরও বেশ কিছু এলাকা জুড়ে তীব্র যানজট লেগেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসংখ্য যানবাহনকে। ফাঁক গলে এগিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। এমনকি ফ্লাইওভারের ওপরেও দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ফলে বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর যানজটে বেশি বিপদে পড়ছেন অফিসগামীরা। সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য করতে হচ্ছে যুদ্ধ।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। রাজধানীর পল্টন এলাকায় কর্মস্থলে যাতায়াত করতে হয় তাঁর। তবে গত কয়েক দিনের যানজট বদলে দিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা। সোহেল রানা বলেন, ‘আগে এক ঘণ্টার মধ্যে রেডিসন হোটেলের সামনে থেকে পল্টন পৌঁছানো যেত। কিন্তু এখন রেডিসন হোটেলের সামনে থেকে গুলিস্তান যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে যানজট শুরু হয়ে পুরো পথেই দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।’
মানিকদী থেকে নিয়মিত গুলিস্তানে যাতায়াত করেন রানা খান। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাঝে মধ্যেই যানজটে পড়তে হয়। কিন্তু আজ সড়কে গাড়ি যেন চলছিলই না। পাবলিক বাসে করে সকালে ইসিবি চত্বর থেকে গুলিস্তান পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।
রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য সকাল ১০টায় বের হন রুবেল মিয়া। ইচ্ছে ছিল কারওয়ান বাজারের কাজটি শেষ করে উত্তরা যাবেন। কিন্তু মিরপুর থেকে কারওয়ান বাজার আসতেই দিন শেষ। সেই সঙ্গে যানজটের ভোগান্তিতে ক্লান্ত তিনি।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুবেল মিয়ার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ৩ ঘণ্টারও বেশি সময় লেগেছে কারওয়ান বাজারে আসতে। যানজট আর গরমে বসে থেকে শরীর আর চলছে না। এখন কারওয়ান বাজার থেকে আবার মিরপুর ফিরতেই রাত হয়ে যাবে।’ যানজটের কারণে দিনে একটি কাজের বেশি করাই যায় না বলে আক্ষেপ করেন রুবেল।
গত কয়েক দিন ধরে রাজধানীজুড়ে যানজটে নাকাল নগরবাসী। নগরের প্রতিটি সড়ক, অলিগলিতে গাড়ির জট। উত্তরা, এয়ারপোর্ট, বনানী, মহাখালী, মগবাজার, মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ আরও বেশ কিছু এলাকা জুড়ে তীব্র যানজট লেগেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসংখ্য যানবাহনকে। ফাঁক গলে এগিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। এমনকি ফ্লাইওভারের ওপরেও দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ফলে বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর যানজটে বেশি বিপদে পড়ছেন অফিসগামীরা। সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য করতে হচ্ছে যুদ্ধ।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। রাজধানীর পল্টন এলাকায় কর্মস্থলে যাতায়াত করতে হয় তাঁর। তবে গত কয়েক দিনের যানজট বদলে দিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা। সোহেল রানা বলেন, ‘আগে এক ঘণ্টার মধ্যে রেডিসন হোটেলের সামনে থেকে পল্টন পৌঁছানো যেত। কিন্তু এখন রেডিসন হোটেলের সামনে থেকে গুলিস্তান যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে যানজট শুরু হয়ে পুরো পথেই দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।’
মানিকদী থেকে নিয়মিত গুলিস্তানে যাতায়াত করেন রানা খান। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাঝে মধ্যেই যানজটে পড়তে হয়। কিন্তু আজ সড়কে গাড়ি যেন চলছিলই না। পাবলিক বাসে করে সকালে ইসিবি চত্বর থেকে গুলিস্তান পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।
দিনে ‘ঘুমিয়ে’ রাতে কাজ করা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ঠিকাদারেরা। তাঁকে ‘দুর্নীতিবাজ’ ও ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে ঠিকাদারেরা তাঁর শাস্তিও দাবি করেছেন। রাজশাহী ঠিকাদার সমিতির ব্যানারে আজ সোমবার..
১ মিনিট আগেনদ-নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী আজ...
৩ মিনিট আগেখুলনায় ছিনতাইকারীদের হাতে মো. মুন্না ওরফে কাটিং মুন্না (৩০) নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৭ মিনিট আগেনেত্রকোনার শতবর্ষের ঐতিহ্যের ধারক ‘বালিশ মিষ্টি’। নেত্রকোনার অনন্য এই মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।
৮ মিনিট আগে