Ajker Patrika

রাজধানীতে বাথরুম থেকে ফিলিপাইনের নাগরিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
রাজধানীতে বাথরুম থেকে ফিলিপাইনের নাগরিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর গুলশান ১ নম্বরের একটি বাসা থেকে ফিলিপাইনের এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এলিনো চেনাইবালি (৬২)। 

গতকাল রোববার রাতে গুলশান ১ নম্বর ১২৫ নম্বর রোডের ৮ নম্বর বাসার বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় বেল্ট পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গতরাত ৯টার দিকে ফিলিপাইন নাগরিকের সঙ্গে থাকা দোভাষী নুরুল আলম ৯৯৯–এ ফোন দিয়ে জানান, ফিলিপাইন নাগরিক বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে। 

এসআই জানান, খবর পেয়ে রাতেই গুলশানের বাসার তৃতীয় তলার বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় বাথরুমের দরজা খোলা ছিল। মৃত ব্যক্তির পেটের কয়েক জায়গায় নীলচে দাগ আছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এসআই নজরুল আরও জানান, মৃত এলিনো চেনাইবালি কক্সবাজারের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে কসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত মাসের প্রথম দিকে ফিলিপাইন যাওয়ার জন্য ঢাকায় এসে করোনা পরীক্ষা করান, কিন্তু পজিটিভ হওয়ায় আর দেশে যেতে পারেননি। তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ২০-২১ দিন চিকিৎসা নেওয়ার পর করোনা নেগেটিভ হলে চার দিন আগে গুলশানের ওই বাসাটিতে তাঁকে এনে হোম আইসোলেশনে রাখা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত