Ajker Patrika

নুসরাত শাহরিন রাকা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নুসরাত শাহরিন রাকা ৫ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় মোট ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বুধবার দুপুরের পর নুসরাত শাহরিনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা এই দুই মামলায় তাঁকে পৃথক দুই হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম নিভানা খায়ের মাদক মামলায় দুদিন রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও মাদক আইস উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার শাহরিনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টায় লিপ্ত। এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গে যুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত