Ajker Patrika

ভয়হীন কাজের প‌রিবেশ চেয়ে ফের দুদক কর্মকর্তাদের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪: ৫০
ভয়হীন কাজের প‌রিবেশ চেয়ে ফের দুদক কর্মকর্তাদের আবেদন

দুর্নী‌তি দমন ক‌মি‌শনের (দ‌ুদক) কর্মকর্তা মো. শরীফ উ‌দ্দিনের চাক‌রিচ্যু‌তির ঘটনায় সংস্থা‌টির অন্য কর্মীদের ওপর যে প্রভাব ফেলেছে তা এখনো বিরাজমান। প্র‌তি‌নিয়ত আত‌ঙ্কিত অবস্থার মধ্যে কাজ করছেন দুদকের কর্মকর্তা-কর্মচা‌রীরা। সেই অবস্থা থে‌কে বেরিয়ে ভয়হীন কাজের প‌রিবেশ চান তাঁরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সংগঠনের পক্ষ থেকে পাঠানো ওই প্রেস বিজ্ঞ‌প্তিতে এ দাবি জানানো হয়েছে।‌ ক‌মিশনের সভায় বিষয়‌টি উত্থাপনের মাধ্যমে লি‌খিতভাবে কর্মীদেের নিরাপত্তাদানের ব্যাপারে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দুদক সা‌র্ভিস অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়া‌রি স্মারক‌লি‌পি দিলেও তাতে দুদক কর্তৃপক্ষের কা‌ছ থে‌কে সাড়া মেললেনি। তবে মৌ‌খিকভাবে দুদকের স‌চিব মাহবুব হোসেন বলেছেন নির্ভয়ে কাজ করার কথা। এমন কোনো পরি‌স্থি‌তি তৈ‌রি হয়‌নি বলেও একা‌ধিক সংবাদ সম্মেলনে দা‌বি করেন ‌তি‌নি।

‌এদিকে, আবেদনের এক সপ্তাহ বে‌শি সময় কেটে যাওয়ার পরও দুদকের চাক‌রিবি‌ধির ৫৪ (২) ধারা বা‌তিলের বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখতে না পাওয়ায় কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। সংস্থা‌টিতে কর্মরত কর্মীদের নবগ‌ঠিত সংগঠন দুদক সা‌র্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞ‌প্তিতে বলা হয়, কাজের সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ প‌রিবেশ বজায় রাখার বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়‌নি।

সংগঠনের সভাপ‌তি ও দুদকের উপপ‌রিচালক মশিউর রহমান বলেন, ‘স‌চিব মহোদয়ের কাছে আম‌াদের কাজের শা‌ন্তিপূর্ণ প‌রিবেশ সৃ‌ষ্টির বিষয়য়ে আবেদন করা হলেও সে ব্যাপারে কোনোরূপ আশ্বস্ত করা হয়‌নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত