Ajker Patrika

পুঁথি, গান, কবিতায় প্রবীণ সাহিত্যিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০০: ১০
পুঁথি, গান, কবিতায় প্রবীণ সাহিত্যিকদের মিলনমেলা

পুঁথি, স্বরচিত কবিতা আর নাচে গানে উদ্‌যাপিত হলো প্রবীণ সাহিত্য সম্মেলন। পাশাপাশি আলোচনা ও স্মৃতিচারণে উঠে এসেছে প্রবীণদের আবেগ, প্রত্যাশা ও প্রাপ্তির কথাও।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এজিং সাপোর্ট ফোরাম, বাংলাদেশ এর উদ্যোগে এবং স্টাডি এবরোড ফোরাম–বাংলাদেশ এর সহযোগিতায় প্রবীণ সাহিত্য সম্মেলন-২০২৩ পরিণত হয়েছিল প্রবীণদের এক মিলন মেলায়। 

অনুষ্ঠানে প্রবীণ সাহিত্যিকেরা তাদের জীবনের স্মৃতি বিজড়িত কবিতা আবৃত্তি করেন। কেউ কেউ শাহ আব্দুল করিমের গান গেয়ে শোনান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান। 

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার বয়স এত যে আমি হয়ত প্রবীণদেরও প্রবীণ। এত প্রবীণদের মাঝে এসে আত্মিকভাবে আপনাদের সঙ্গে খুব আপন বোধ করছি।’

প্রবীণ মঞ্চ বাংলাদেশের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা একটা সাহিত্য সন্ধ্যা কাটালাম। আমরা যদি নিজেদের জীবনে দক্ষতা, নৈতিকতা, সততা পরার্থপরতা এগুলোর ভিত্তিতে চলতে পারি, তাহলে সমাজ অনেক বেশি সুন্দর হয়। কিন্তু সত্যি কথা হল আমাদের সমাজে এগুলোর বড় অভাব। প্রবীণ জীবন নিয়ে আমরা যে কাজ করছি তা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে। যখন প্রবীণদের সহায়তার প্রয়োজন হবে তখন পরিবার না পারলে যাতে সমাজ সহায়তা করতে পারে। আর সমাজ না পারলে যাতে রাষ্ট্র করতে পারে, এভাবেই আমাদের কাজ করতে হবে।’

প্রবীণ সাহিত্য সম্মেলনে বক্তব্য দেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। ছবি: আজকের পত্রিকা  আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকে যদিও প্রবীণ সাহিত্য সম্মেলন, তবে আমি নিজেকে কখনো প্রবীণ ভাবিনা। বয়সে প্রবীণ হলেও মনের দিক দিয়ে আমরা সবাই তরুণ। আমরা আগে যোগাযোগের জন্য এত সময় ব্যয় করতাম না। তবে এখন আমরা যোগাযোগের জন্য অনেক সময় ব্যয় করছি। মোবাইল, অ্যাপস, ইন্টারনে অনেক সময় দিচ্ছি। এই যে সময় ব্যয় করছি সেখানেও প্রবীণদের অংশগ্রহণ আছে। সুতরাং সেটা যাতে আমরা মনে রাখি। আমরা যে আয় করি তার ৭০ ভাগেরও বেশি ব্যয় করতে পারি না। তাই শুধু শেষ বয়সের জন্য না জমিয়ে বর্তমানের সময়টা যাতে আমরা উপভোগ করি, নিজের জন্য আরও বেশি খরচ করি।’ দ্বন্দ্ব নামে স্বরচিত একটি কবিতাও পাঠ করেন তিনি। 

প্রবীণ অধিকার ফোরামের সভাপতি জীবন কানাই দাস বলেন, আমাদের প্রবীণদের সমস্যাগুলো সমাধানে আরও বেশি কাজ করার সুযোগ আছে। আন্তরিকভাবেই এই কাজগুলো করা উচিত।

মো. আশরাফুল আলম আশুরার ওপর জঙ্গনামা থেকে পুথি পড়ে শোনান।

সাংবাদিক আমীন আল রশীদ বলেন, ‘আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হল, তখন ভাবলাম আমাকে কেন ডাকা হল। পরে ভেবে দেখলাম প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনার জন্যই নবীনদের প্রয়োজন। তবে প্রবীণ সাহিত্য নামে আদৌ কোনো সাহিত্য হবে কি না আমার সন্দেহ আছে।’

কবি মুসতারি বেগম বলেন, ‘আমার বয়স প্রায় ৮০ বছর, কিন্তু আমি এখনো নিজেকে প্রবীণ মনে করি না। আমি এখনো কবিতা লিখি, গান করি এমনকি নাচও করি।’

অনুষ্ঠানে হাসান আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, প্রবীণ কুমার সাহাসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত