নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁথি, স্বরচিত কবিতা আর নাচে গানে উদ্যাপিত হলো প্রবীণ সাহিত্য সম্মেলন। পাশাপাশি আলোচনা ও স্মৃতিচারণে উঠে এসেছে প্রবীণদের আবেগ, প্রত্যাশা ও প্রাপ্তির কথাও।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এজিং সাপোর্ট ফোরাম, বাংলাদেশ এর উদ্যোগে এবং স্টাডি এবরোড ফোরাম–বাংলাদেশ এর সহযোগিতায় প্রবীণ সাহিত্য সম্মেলন-২০২৩ পরিণত হয়েছিল প্রবীণদের এক মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রবীণ সাহিত্যিকেরা তাদের জীবনের স্মৃতি বিজড়িত কবিতা আবৃত্তি করেন। কেউ কেউ শাহ আব্দুল করিমের গান গেয়ে শোনান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার বয়স এত যে আমি হয়ত প্রবীণদেরও প্রবীণ। এত প্রবীণদের মাঝে এসে আত্মিকভাবে আপনাদের সঙ্গে খুব আপন বোধ করছি।’
প্রবীণ মঞ্চ বাংলাদেশের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা একটা সাহিত্য সন্ধ্যা কাটালাম। আমরা যদি নিজেদের জীবনে দক্ষতা, নৈতিকতা, সততা পরার্থপরতা এগুলোর ভিত্তিতে চলতে পারি, তাহলে সমাজ অনেক বেশি সুন্দর হয়। কিন্তু সত্যি কথা হল আমাদের সমাজে এগুলোর বড় অভাব। প্রবীণ জীবন নিয়ে আমরা যে কাজ করছি তা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে। যখন প্রবীণদের সহায়তার প্রয়োজন হবে তখন পরিবার না পারলে যাতে সমাজ সহায়তা করতে পারে। আর সমাজ না পারলে যাতে রাষ্ট্র করতে পারে, এভাবেই আমাদের কাজ করতে হবে।’
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকে যদিও প্রবীণ সাহিত্য সম্মেলন, তবে আমি নিজেকে কখনো প্রবীণ ভাবিনা। বয়সে প্রবীণ হলেও মনের দিক দিয়ে আমরা সবাই তরুণ। আমরা আগে যোগাযোগের জন্য এত সময় ব্যয় করতাম না। তবে এখন আমরা যোগাযোগের জন্য অনেক সময় ব্যয় করছি। মোবাইল, অ্যাপস, ইন্টারনে অনেক সময় দিচ্ছি। এই যে সময় ব্যয় করছি সেখানেও প্রবীণদের অংশগ্রহণ আছে। সুতরাং সেটা যাতে আমরা মনে রাখি। আমরা যে আয় করি তার ৭০ ভাগেরও বেশি ব্যয় করতে পারি না। তাই শুধু শেষ বয়সের জন্য না জমিয়ে বর্তমানের সময়টা যাতে আমরা উপভোগ করি, নিজের জন্য আরও বেশি খরচ করি।’ দ্বন্দ্ব নামে স্বরচিত একটি কবিতাও পাঠ করেন তিনি।
প্রবীণ অধিকার ফোরামের সভাপতি জীবন কানাই দাস বলেন, আমাদের প্রবীণদের সমস্যাগুলো সমাধানে আরও বেশি কাজ করার সুযোগ আছে। আন্তরিকভাবেই এই কাজগুলো করা উচিত।
মো. আশরাফুল আলম আশুরার ওপর জঙ্গনামা থেকে পুথি পড়ে শোনান।
সাংবাদিক আমীন আল রশীদ বলেন, ‘আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হল, তখন ভাবলাম আমাকে কেন ডাকা হল। পরে ভেবে দেখলাম প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনার জন্যই নবীনদের প্রয়োজন। তবে প্রবীণ সাহিত্য নামে আদৌ কোনো সাহিত্য হবে কি না আমার সন্দেহ আছে।’
কবি মুসতারি বেগম বলেন, ‘আমার বয়স প্রায় ৮০ বছর, কিন্তু আমি এখনো নিজেকে প্রবীণ মনে করি না। আমি এখনো কবিতা লিখি, গান করি এমনকি নাচও করি।’
অনুষ্ঠানে হাসান আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, প্রবীণ কুমার সাহাসহ অন্যরা।
পুঁথি, স্বরচিত কবিতা আর নাচে গানে উদ্যাপিত হলো প্রবীণ সাহিত্য সম্মেলন। পাশাপাশি আলোচনা ও স্মৃতিচারণে উঠে এসেছে প্রবীণদের আবেগ, প্রত্যাশা ও প্রাপ্তির কথাও।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এজিং সাপোর্ট ফোরাম, বাংলাদেশ এর উদ্যোগে এবং স্টাডি এবরোড ফোরাম–বাংলাদেশ এর সহযোগিতায় প্রবীণ সাহিত্য সম্মেলন-২০২৩ পরিণত হয়েছিল প্রবীণদের এক মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রবীণ সাহিত্যিকেরা তাদের জীবনের স্মৃতি বিজড়িত কবিতা আবৃত্তি করেন। কেউ কেউ শাহ আব্দুল করিমের গান গেয়ে শোনান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার বয়স এত যে আমি হয়ত প্রবীণদেরও প্রবীণ। এত প্রবীণদের মাঝে এসে আত্মিকভাবে আপনাদের সঙ্গে খুব আপন বোধ করছি।’
প্রবীণ মঞ্চ বাংলাদেশের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা একটা সাহিত্য সন্ধ্যা কাটালাম। আমরা যদি নিজেদের জীবনে দক্ষতা, নৈতিকতা, সততা পরার্থপরতা এগুলোর ভিত্তিতে চলতে পারি, তাহলে সমাজ অনেক বেশি সুন্দর হয়। কিন্তু সত্যি কথা হল আমাদের সমাজে এগুলোর বড় অভাব। প্রবীণ জীবন নিয়ে আমরা যে কাজ করছি তা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে। যখন প্রবীণদের সহায়তার প্রয়োজন হবে তখন পরিবার না পারলে যাতে সমাজ সহায়তা করতে পারে। আর সমাজ না পারলে যাতে রাষ্ট্র করতে পারে, এভাবেই আমাদের কাজ করতে হবে।’
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, ‘আজকে যদিও প্রবীণ সাহিত্য সম্মেলন, তবে আমি নিজেকে কখনো প্রবীণ ভাবিনা। বয়সে প্রবীণ হলেও মনের দিক দিয়ে আমরা সবাই তরুণ। আমরা আগে যোগাযোগের জন্য এত সময় ব্যয় করতাম না। তবে এখন আমরা যোগাযোগের জন্য অনেক সময় ব্যয় করছি। মোবাইল, অ্যাপস, ইন্টারনে অনেক সময় দিচ্ছি। এই যে সময় ব্যয় করছি সেখানেও প্রবীণদের অংশগ্রহণ আছে। সুতরাং সেটা যাতে আমরা মনে রাখি। আমরা যে আয় করি তার ৭০ ভাগেরও বেশি ব্যয় করতে পারি না। তাই শুধু শেষ বয়সের জন্য না জমিয়ে বর্তমানের সময়টা যাতে আমরা উপভোগ করি, নিজের জন্য আরও বেশি খরচ করি।’ দ্বন্দ্ব নামে স্বরচিত একটি কবিতাও পাঠ করেন তিনি।
প্রবীণ অধিকার ফোরামের সভাপতি জীবন কানাই দাস বলেন, আমাদের প্রবীণদের সমস্যাগুলো সমাধানে আরও বেশি কাজ করার সুযোগ আছে। আন্তরিকভাবেই এই কাজগুলো করা উচিত।
মো. আশরাফুল আলম আশুরার ওপর জঙ্গনামা থেকে পুথি পড়ে শোনান।
সাংবাদিক আমীন আল রশীদ বলেন, ‘আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হল, তখন ভাবলাম আমাকে কেন ডাকা হল। পরে ভেবে দেখলাম প্রবীণদের নিয়ে চিন্তা ভাবনার জন্যই নবীনদের প্রয়োজন। তবে প্রবীণ সাহিত্য নামে আদৌ কোনো সাহিত্য হবে কি না আমার সন্দেহ আছে।’
কবি মুসতারি বেগম বলেন, ‘আমার বয়স প্রায় ৮০ বছর, কিন্তু আমি এখনো নিজেকে প্রবীণ মনে করি না। আমি এখনো কবিতা লিখি, গান করি এমনকি নাচও করি।’
অনুষ্ঠানে হাসান আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, প্রবীণ কুমার সাহাসহ অন্যরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে