Ajker Patrika

উপাচার্যের বাসভবনে ‘মোনাজাত ধরে’ আবার আলোচনায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল 

ঢাবি প্রতিনিধি
উপাচার্যের বাসভবনে ‘মোনাজাত ধরে’ আবার আলোচনায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ ‘মোনাজাত’ করে আলোচনায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে ‘মোনাজাত’ করেন তিনি। এ সময় উপস্থিত থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার (বাহালুল) হঠাৎ আমাদের সবাইকে জরুরি ডেকে উপাচার্য স্যারের বাসভবনে নিয়ে গেলেন। সেখানে কোনো কিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন।’ 

আরেক কর্মকর্তা বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমাদের অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়, সেখানে উপাচার্য, উপ-উপাচার্য স্যাররা জানাজার নামাজে অংশগ্রহণ করেনি, হয়তোবা সময়ের কারণে যেতে পারেননি। কিন্তু তা নিয়ে বেশ কয়েক দিন যাবৎ আফসোস করতে দেখা গেছে স্যারকে, সে কারণে এই মোনাজাত হতে পারে।’ 

এ বিষয়ে জানতে বাহালুল হক চৌধুরীকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি, অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কোথায় গেছে সে বিষয়েও নিশ্চিত কেউ জানাতে পারেননি। 

গত বছর অক্টোবরে অনিয়মের অভিযোগ উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীতবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (বাহালুল) মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন, কী করবে বুঝে উঠতে পারছেন না। আমি তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি, তারাও বিষয়টি আমাকে জানিয়েছেন। কী করা যায় সেটা নিয়ে ভাবছি।’ 

এর আগে গত বছর অক্টোবরে বিজ্ঞপ্তি না দিয়ে মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেকগুলো অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ গড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতে দুদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম দুদকের চিঠির জবাবও দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত