নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি আজই শেষ। তবে এখনো ঢাকার বাইরে যাচ্ছে মানুষ। ঈদের পরে ছুটি জোগাড় করে অথবা টিকিট না পেয়ে এসব যাত্রীর ঈদ কাটাতে হয়েছে রাজধানীতে। আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় কমিউটার ট্রেনের দীর্ঘ লাইন। একই সঙ্গে লাইন আছে আন্তনগর ট্রেনেও। তবে প্ল্যাটফর্মে নির্দিষ্ট রুটের ট্রেন ছাড়া কোনো ভিড় নেই।
এর আগে ১৭ এপ্রিল থেকে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। শেষ হয় ২১ এপ্রিল। ঈদের পর ২৫ এপ্রিল থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকায় ফিরবে।
এর মধ্যে চলাচল করছে কমিউটার বা বেসরকারি ট্রেন। ঢাকার আশপাশের জেলাগুলোতে এই ট্রেনের যাত্রী বেশি।
রোববার বেলা সাড়ে ১১টায় কমলাপুর ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস। এর আগে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা ছেড়েছে ১১টা ১৫ মিনিটে। দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়বে রাজশাহী কমিউটার, বেলা ৩টা ২০ মিনিটে নোয়াখালীতে যাবে উপকূল এক্সপ্রেস, ৩টা ৪০ মিনিটে জামালপুর কমিউটার এবং ৪টা ৪৫ মিনিটে যমুনা এক্সপ্রেস।
সাধারণত ঈদের আগেই ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ে বেশির ভাগ মানুষ। তবে ব্যবসায়ী ও শ্রমজীবীদের কাজ করতে হয় ঈদের আগের দিন পর্যন্ত। কমলাপুরে এই শ্রেণির মানুষের ভিড় এখন বেশি। এ ছাড়া অনেকে ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি।
অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী সুমন বলেন, ‘ঈদের আগে ছুটি পাইনি। তাই আজ যাচ্ছি ময়মনসিংহে বোনের বাসায়।’ একই ট্রেনে মা ও ছোট বোন নিয়ে ময়মনসিংহ যাচ্ছেন আবদুল্লাহ। বলেন, ‘ঈদে টিকিট পাইনি। ঈদের পর এখন একটু ফাঁকা থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘ঈদের আগের রাত পর্যন্ত বেচাকেনা করছি। এখন বাড়ি যাই। গতকাল তো যেতে পারেনি। সাধারণত ঈদের পরে ভিড় কম থাকে আর শান্তিতে যাওয়া যায়।’
কমলাপুরে ঈদের আগের মতোই আছে কড়াকড়ি। টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বাঁশের গেটে চেক না হলেও স্টেশনে ঢুকতে লোহার গেট পার হতে হচ্ছে চেকিংয়ের মাধ্যমে। রেল পুলিশ ও টিটিই এ ক্ষেত্রে যাত্রীদের চেকিং করছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদের পরদিন ট্রেনের শিডিউল থাকে কম। বেশির ভাগ কমিউটার ট্রেন চলাচল করে। ২৫ তারিখ থেকে স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। এদিন থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করবে।
ঈদের ছুটি আজই শেষ। তবে এখনো ঢাকার বাইরে যাচ্ছে মানুষ। ঈদের পরে ছুটি জোগাড় করে অথবা টিকিট না পেয়ে এসব যাত্রীর ঈদ কাটাতে হয়েছে রাজধানীতে। আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় কমিউটার ট্রেনের দীর্ঘ লাইন। একই সঙ্গে লাইন আছে আন্তনগর ট্রেনেও। তবে প্ল্যাটফর্মে নির্দিষ্ট রুটের ট্রেন ছাড়া কোনো ভিড় নেই।
এর আগে ১৭ এপ্রিল থেকে শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। শেষ হয় ২১ এপ্রিল। ঈদের পর ২৫ এপ্রিল থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকায় ফিরবে।
এর মধ্যে চলাচল করছে কমিউটার বা বেসরকারি ট্রেন। ঢাকার আশপাশের জেলাগুলোতে এই ট্রেনের যাত্রী বেশি।
রোববার বেলা সাড়ে ১১টায় কমলাপুর ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস। এর আগে সিলেটের উদ্দেশে জয়ন্তিকা ছেড়েছে ১১টা ১৫ মিনিটে। দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়বে রাজশাহী কমিউটার, বেলা ৩টা ২০ মিনিটে নোয়াখালীতে যাবে উপকূল এক্সপ্রেস, ৩টা ৪০ মিনিটে জামালপুর কমিউটার এবং ৪টা ৪৫ মিনিটে যমুনা এক্সপ্রেস।
সাধারণত ঈদের আগেই ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ে বেশির ভাগ মানুষ। তবে ব্যবসায়ী ও শ্রমজীবীদের কাজ করতে হয় ঈদের আগের দিন পর্যন্ত। কমলাপুরে এই শ্রেণির মানুষের ভিড় এখন বেশি। এ ছাড়া অনেকে ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি।
অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী সুমন বলেন, ‘ঈদের আগে ছুটি পাইনি। তাই আজ যাচ্ছি ময়মনসিংহে বোনের বাসায়।’ একই ট্রেনে মা ও ছোট বোন নিয়ে ময়মনসিংহ যাচ্ছেন আবদুল্লাহ। বলেন, ‘ঈদে টিকিট পাইনি। ঈদের পর এখন একটু ফাঁকা থাকে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘ঈদের আগের রাত পর্যন্ত বেচাকেনা করছি। এখন বাড়ি যাই। গতকাল তো যেতে পারেনি। সাধারণত ঈদের পরে ভিড় কম থাকে আর শান্তিতে যাওয়া যায়।’
কমলাপুরে ঈদের আগের মতোই আছে কড়াকড়ি। টিকিট চেকিংয়ের ক্ষেত্রে বাঁশের গেটে চেক না হলেও স্টেশনে ঢুকতে লোহার গেট পার হতে হচ্ছে চেকিংয়ের মাধ্যমে। রেল পুলিশ ও টিটিই এ ক্ষেত্রে যাত্রীদের চেকিং করছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদের পরদিন ট্রেনের শিডিউল থাকে কম। বেশির ভাগ কমিউটার ট্রেন চলাচল করে। ২৫ তারিখ থেকে স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। এদিন থেকে ফিরতি টিকিটের যাত্রীরা ঢাকা ফিরতে শুরু করবে।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৩ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৯ মিনিট আগে