Ajker Patrika

শ্রীপুরে লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
লেপতোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা
লেপতোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে একটি লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে কারখানা ও গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬টার কিছু সময় পরপরই লেপ-তোশকের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে ছড়িয়ে আগুনে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী লেপ-তোশক কারখানার মালিক সোহরাব হোসেন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’

জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।’

লেপ তোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা
লেপ তোশক ও জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়ার সার্ভিসের গাফিলতি নেই। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত