শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে কারখানা ও গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬টার কিছু সময় পরপরই লেপ-তোশকের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে ছড়িয়ে আগুনে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী লেপ-তোশক কারখানার মালিক সোহরাব হোসেন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’
জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়ার সার্ভিসের গাফিলতি নেই। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
গাজীপুরের শ্রীপুরে একটি লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে কারখানা ও গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬টার কিছু সময় পরপরই লেপ-তোশকের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে ছড়িয়ে আগুনে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী লেপ-তোশক কারখানার মালিক সোহরাব হোসেন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।’
জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, ‘আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়ার সার্ভিসের গাফিলতি নেই। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৫ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৮ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে